অনলাইন ডেস্ক:
রোগীর স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের বাকবিতন্ডা চলছে। বিষয়টি সমাধান করতে এগিয়ে যান ট্রাফিক পুলিশ আবুল কাশেম । তারপর ক্ষিপ্ত হয়ে তাকে বেধরক মারা হয়।
ঘটনাটি ঘটে কুমিল্লা নগরীর রেইসকোর্সে অবস্থিত পিয়ারলেস হসপিটালে। এ ঘটনায় জেলা প্রশাসনে লিখিত অভিযোগ করে আবুল কাশেম। ঘটনাটি গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত হাসপাতাল পরিচালক শাহাদাত হোসেন গ্রেফতার করে কোতয়ালি থানা পুলিশ।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পিয়ারলেস হসপিটালের পরিচালক শাহাদাত হোসেন সরকারী কাজে বাধা ও আবুল কাশেমকে শারিরীক ভাবে লাঞ্ছিত করার অভিযোগে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই সাজা প্রদান করে।
কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার জানান, সরকারী কাজে বাধা ও পুলিশ সদস্যকে মারধরে অভিযোগে তাকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
Leave a Reply