অনলাইন ডেস্ক:
কুমিল্লার বেশকিছু এলাকার ব্যাপক শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে। বিকাল থেকে ত্রিশ মিনিট স্থায়ী শিলাবৃষ্টির কবলে পড়ে সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, গত ৫০ বছরে এই পরিমাণ শিলা পড়তে দেখেননি তারা। এ সময় প্রায় দুই ঘন্টা ধরে প্রবল বর্ষণ হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি অব্যহত রয়েছে। বিকাল থেকেই হঠাৎ কালো মেঘে আছন্ন হয়ে পড়ে গোটা কুমিল্লা জেলা। শিলাবৃষ্টিতে ঘরবাড়ির টিনের চালাসহ ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
কুমিল্লা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া জাগো কুমিল্লা.কমকে জানান, বছরের এই সময় শিলাবৃষ্টি হয়ে থাকে। আজকের শিলা বৃষ্টির প্রবনতা বেশি ছিল। এ ছাড়াও কুমিল্লা প্রবল বর্ষণ হয়েছে। দুই ঘন্টায় ৪৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর বৃষ্টির সময় বজ্রপাতও হয়েছে। আগামী এক-দুই দিন বৃষ্টি ও ঝড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে।
Leave a Reply