1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
শুভ্রর সাত বছরের দুঃস্বপ্ন: ‘স্যার গ্রুপ’-এর হুমকি, হামলা ও হয়রানির শিকার এক ঠিকাদার সয়াবিন তেল লিটারে ১৪ টাকা বাড়ল কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন  ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩২২, আহত ৮২৬ কুমিল্লায় কেএফসি ভাংচুর; অভিযানে আটক ৩ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন মওদুদ শুভ্র, প্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ ঈদ যাত্রায় কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা;  নিয়ন্ত্রণ হারিয়ে তিশা বাসের ৩ যাত্রী নিহত কুমিল্লায়  সেনাবাহিনীর অভিযানে পাঁচ ডাম  মদ উদ্ধার, আটক ৪ চাঁদ দেখা গেছে, সৌদি আরবে কাল ঈদ; বাংলাদেশে কবে? কুমিল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক আটক

কুমিল্লায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; কিশোর আটক ( এক্সক্লুসিভ ভিডিও)

  • প্রকাশ কালঃ সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ৫৭৬

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজারে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে স্কুল ছুটির পর এলাকার স্থানীয় দুই কিশোর রাস্তা থেকে তুলে স্কুলের অদূরেই একটি ছাপড়া ঘরে দুই ঘন্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গত ১৫ অক্টোবর ঘটনাটি ঘটলেও প্রাথমিকভাবে ভয়ে পরিবার ছাড়া আর কাউকে জানায়নি পিতা মাতাহীন এতিম মারিয়া (১১) (ছদ্দনাম)। মামী এবং নানা বিষয়টি জানালে স্কুলের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিনকে জানায়। তিনি স্কুলের সভাপতি শাহাআলমসহ ম্যানেজিং কমিটিকে বিষয়টি অবহিত করেন। এর পরই ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে স্থানীয় প্রভাবশালী একটি মহল।

ভূক্তভোগী স্কুল ছাত্রীর বরাত দিয়ে জানা যায়, স্কুল ছুটিরপর গত ১৫ই অক্টোবর বুধবার দুপুর আনুমানিক ২ টায় স্কুলের সামনের দোকানে দাড়িয়ে সিঙ্গারা খাচ্ছিল মারিয়া। এ সময় স্থানীয় আইসক্রিম ফ্যাক্টরির কর্মচারী জসপুর এলাকার লতিফ মিয়ার ছেলে রিপন ও তার সহযোগী আনিসসহ দুজন তাকে ডেকে পেছনের রাস্তায় নিয়ে যায়।

এ সময় আনিস ও রিপন মেয়েটিকে জোরপূর্বক আইসক্রিম ফ্যাক্টরির মালিক বশির আহম্মদের মালিকানাধীন বাড়ির ভেতরে একটি টিনের ঘরে নিয়ে স্কার্ফ ও বেল্ট দিয়ে হাত এবং মুখ বেঁধে ফেলে।

মেয়েটি আরও জানায়, এ সময় প্রায় দু’ঘন্টা যাবৎ তাকে আটকে রেখে মারধরসহ পাশবিক নির্যাতন চালায় ধর্ষক রিপন। মেয়েটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে এক পর্যায়ে রিপন ও তার সহযোগী স্থানীয় বল্লাবপুর এলাকার আনিস দু’জনের মধ্যে বাক বিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ঐ স্কুলের ৪র্থ শ্রেণির অপর এক ছাত্রী বিষয়টি লক্ষ করে এগিয়ে এলে রিপন ও আনিস ফারজানা আক্তার নামের ঐ মেয়েটিকে তাড়িয়ে দেয়। এরপর ভুক্তভোগী মারিয়া বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চুপচাপ বাড়িতে চলে যেতে বলে।

পিতামাতাহীন হতদরিদ্র মেয়েটি প্রথম দিন ভয়ে বিষয়টি কাউকে না জানালেও পরদিন মামীকে সব খুলে বলেলে, তার মামী বিষয়টি মেয়ের নানা কানু মিয়াকে জানায়। পূজার বন্ধ থাকায় স্কুল কর্তৃপক্ষকে না জানালেও এলাকার স্থানীয় কয়েকজনের পরামর্শে স্কুল খোলার পর বিষয়টি প্রধান শিক্ষিকাকে অবহিত করেন।

কালির বাজার সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিনকে জানায়। তিনি স্কুলের সভাপতি শাহাআলমসহ ম্যানেজিং কমিটিকে বিষয়টি অবহিত করেন। এরপর ঘটনার সাথে জড়িত আনিস মিয়ার কাছ থেকে সাদা কাগজে একটি লিখিত নিয়ে তাকে এলাকায় থেকে বের করে দেওয়া হলেও অদৃশ্য কারণে রিপনের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হতে থাকে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে সোমবার (২৯ অক্টোবর) অভিযুক্ত রিপনের বিরুদ্ধে একটি শালিস আয়োজন করে স্কুল ম্যানেজিং কমিটি। স্থানীয় কয়েকজন যুবক ও সচেতন মহল শালিসে কারচুপি ও ঘটনার সঠিক বিচার হবে না বুঝতে পেরে সংবাদিকসহ স্থানীয় পুলিশকে অবহিত করে। পরে এলাকাবাসী ধর্ষক রিপনকে আটক করে কোতোয়ালি মডেল থানাধীন নাজিরা বাজার ফাড়ি পুলিশের কাছে সোপর্দ করে। ঘটনার সাথে জড়িত আরেক সহোযোগি আনিসকে এ সময় খোঁজ করে এলাকায় পাওয়া যায় নি।

এ বিষয়ে প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন বলেন, ঘটনাটি গত শনিবার স্কুলে আসার পর মেয়ের অভিভাবকের কাছ থেকে জানতে পারেন। তাৎক্ষণিকভাবে স্কুলের ম্যানেজিং কমিটিকে অবহিতও করেন। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

নাজিরা বাজার ফাঁড়ি পুলিশের আই সি ইন্সপেক্টর মাহমুদ হাসান রুবেল বলেন, এলাকাবাসী ও ভিকটিমের মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত একজনকে ফাড়িতে আনা হয়েছে। এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এলাকাবাসী নেক্কারজনক এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়াসহ আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ রিপোর্ট লিখার সময় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় ভুক্তভোগীর পরিবার।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

https://youtu.be/EwhsmGpK60k

<iframe width=”697″ height=”392″ src=”https://www.youtube.com/embed/EwhsmGpK60k” frameborder=”0″ allow=”autoplay; encrypted-media” allowfullscreen></iframe>

 

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews