( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা মহানগরের ছোটরা এলাকায় অবস্থিত মালেকা মমতাজ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানী করার দায়ে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাম্মেল হককে বরখাস্ত করা হয়েছে। শনিবার বেলা ১১টায় ছোটরা মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভায় শিক্ষক মোজাম্মেল হককে বরখাস্ত করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট সৈয়দ নূরুর রহমান। গত ১৭ জানুয়ারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী বই পরিবর্তনের জন্য স্কুল শিক্ষক মোজাম্মেল হকের নিকট গেলে তিনি বই এর গোডাউনে ছাত্রীর উপর যৌন নিপীড়ন চালান।
এ ব্যাপারে নির্যাতনের শিকার ছাত্রী ও তার বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জানান। ছাত্রীর অভিযোগের বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি ১৯ জানুয়ারি সকালে এক জরুরি সভায় স্কুল শিক্ষক মোজাম্মল হককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয় এবং এ ঘটনা তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্তে স্কুল শিক্ষক মোজাম্মেল হককে কেন চূড়ান্তভাবে বহিস্কার করা হবে না তৎমর্মে ৭ দিনের কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
এদিকে তদন্ত কমিটির রিপোর্টে বিদ্যালয় শিক্ষক মোজাম্মল হক কর্তৃক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হকের লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় অভিযুক্ত শিক্ষক মোজাম্মল হককে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। বরখাস্তের এ সিদ্ধান্ত কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আপীল ও আরর্বিটেশন বোর্ডে পাঠানোর সিদ্ধান্ত হয়। এই বিষয়ে মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট সৈয়দ নূরুর রহমান জানান, স্কুল কমিটির তদন্তে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাম্মেল হকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি প্রমাণিত হওয়ায় স্কুল কতর্ৃৃপক্ষ তাকে বহিস্কার করে।
Leave a Reply