নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার নাঙ্গলকোটে বেলুনে গ্যাস ঢুকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণের আহত সাব্বির হোসেন (১১) নামে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।
তিনি জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুই সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন সাব্বির। শনিবার রাত সাড়ে ১১ টায় ছেলেটি মারা যায়। শরীরের ৪৬ শতাংশ পুড়ে গেছিল। ২৪ তারিখ থেকে শিশুটিকে লাইফ সাপোর্টে ছিল।
তিনি আরও জানান, নিহত সাব্বির নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মালিপাড়ায় গ্রামের সালাউদ্দিন আহমেদের ছেলে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য গত ১৩ জানুয়ারি নাঙ্গলকোট উপজেলার বিরুলী গ্রামে মেলার জন্য বেলুনে গ্যাস ঢুকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় শিশুসহ ৩৫ জন আহত হয়।
Leave a Reply