অমিত মজুমদার, কুমিল্লা
কুমিল্লায় ২ ঘন্টায় সর্বোচ্চ ১০৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে বলে জানিয়েছে কুমিল্লায় আবহাওয়া অধিদফতর। এতে কুমিল্লা নগরীরে বিভিন্ন স্থানে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে । বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নগর কুমিল্লার জনজীবন। বুধবার (৩০জুন) সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই অতি ভারী বর্ষণের রেকর্ড করা হয় । রাত ১০ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লা নগরীর প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে।
বুধবার রাত ৯ টায় কুমিল্লা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইসমাইল ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায় , কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। অতিবৃষ্টির কারণে নালা উপচে সড়কের মধ্যে পানি জমে যায়। কোথাও কোথাও নির্মাণসামগ্রী ফেলে নালা ও সড়ক অবরোধ করে রাখায় পানি বাসাবাড়িতে ঢুকে পড়ে।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোডের মদিনা কম্পিউটার দোকানের অপারেটর মিঠু জানান, লকডাউনে দোকান বন্ধ অবস্থায় ছিল। প্রবল বৃষ্টিতে দোকানে পানি ঢুকে যায়। তাৎক্ষণিক ভাবে প্রয়োজনীয় যন্ত্রগুলো উপরে ওঠিয়ে রাখি।
কুমিল্লার নগরীর বাসিন্দা সৌরভ জানান, চকবাজারে হাটু সমান পানি। প্রয়োজনীয় কাজে এসে আটকা পড়েছি । রিকশাও পাওয়া যাচ্ছে না । চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ।
কুমিল্লা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইসমাইল ভূঁইয়া জানান, কুমিল্লাতে অতি ভারী বর্ষণ হয়েছে।চলতি মৌসুমে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। তাই চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহে মাঝারি ও ভারি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Leave a Reply