(মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা)
কুমিল্লার বাজার হঠাৎ করেই অস্থির হয়ে পড়েছে। লাগামহীনভাবে বাড়ছে ব্রয়লার মুরগির দাম। বর্তমান বাজার দরে অস্বস্তিতে পড়েছে ক্রেতারা। সাধারণ পরিবারের মানুষের জন্য এ দাম কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
শনিবার (১৬ মার্চ) কুমিল্লার রানীর বাজার, রাজগঞ্জ, চকবাজার, কুমিল্লা মেডিকেল কলেজের সামনের বাজার, বাদশাহ মিয়ার বাজার ঘুরে দেখা গেছে কয়েক সপ্তাহ ধরে বাড়তে থাকা ব্রয়লার মুরগির দাম নতুন করে আবারো বেড়েছে।
বাজার ভেদে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৪০ থেকে ১৫০ টাকা।
কুমিল্লার রাণীর বাজারের মুরগি বিক্রেতা রবিউল হক বলেন, আমাদের বেশি রেট দিয়ে কিনতে হয়, কিন্তু কেন এত দাম বাড়ল তা বলতে পারব না।
গত শনিবার সকালে বাজার করতে আসা ক্রেতা এম এ আউয়াল, মরিয়ম বেগম, ফরিদ উদ্দিন, খাইরুল ইসলাম খাঁন বলেন, গরুর-মাংসের তো অনেক দাম, দেশি মুরগির দামও চড়া। বিকল্প মাংসের উৎস হলো ব্রয়লার মুরগি। এটাও যদি ১৭০ টাকায় কেনা লাগে তবে আমাদের কষ্টটা বেড়ে যায়। একবার দাম বাড়তে শুরু করলে শুধু বাড়তেই থাকে। সহজে কমে না।
Leave a Reply