সদর প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লায় রোগী পরিবহনের আড়ালে এ্যাম্বুলেন্সে ৫১ কেজি গাঁজা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব)- ১১।
রোববার (২৫ জুলাই) গভীর রাতে কুমিল্লা কোতয়ালি থানার আমতলী এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার সদর থানার বিশ্বনাথপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মোঃ সুমন(৩৫) ও দিনাজপুর জেলার বিরামপুর থানার ভাগলপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ মুসফিকুর রহমান (৩২)।
র্যাব ১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন,তারা দীর্ঘদিন যাবৎ এ্যাম্বুলেন্সে করে রোগী পরিবহনের আড়ালে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।এক্ষেত্রে মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply