অনলাইন ডেস্ক:
কুমিল্লার হোমনায় এক বিধবা নারীকে (২০) গ’ণধ’র্ষণের অ’ভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জ’ড়িত অ’ভিযোগে চার যুবককে আ’টক করেছে পু’লিশ। ধ’র্ষণের ঘটনায় ভিকটিম নিজে সোমবার হোমনা থা’নায় একটি মা’মলা দা’য়ের করেন।
মঙ্গলবার পু’লিশ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় জানাজানি হলে তোলপাড় সৃ’ষ্টি হয়।
হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পু’লিশ সুপার মো. ফজলুল করিম, ওসি আবুল কাসে আকন্দ, ইন্সপেক্টর (ত’দন্ত) আমিনুর রসুলসহ পু’লিশের ফোর্স সোমবার রাতেই অ’ভিযান পরিচালনা করে উপজে’লার কালমিনা এলাকা থেকে ধ’র্ষণে অ’ভিযুক্তদের গ্রে’ফতার করেন।
ধ’র্ষণের অ’ভিযোগ আ’টকরা হলো- সজিব ওরফে ডিজে (২২), রুবেল (২৮), শরিফ মিয়া (২৮), রিপন (২৬)। অ’ভিযোগ সূত্রে এবং ভিকটিমের সঙ্গে কথা বলে জানা যায়. গত দেড় বছর আগে তার স্বামী মা’রা যান।
তার এক শিশুপুত্র রয়েছে। গত ২/৩ মাস ধরে ওই নারীকে রাস্তা-ঘাটে একা পেলে রুবেল, শরিফ মিয়া, রিপন ও রফিক বিভিন্ন অ’শালীন কথাবার্তা এবং টাকার বিনিময়ে কু’প্রস্তাব দিত।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার আগ মুহূর্তে ওই নারী তার শিশু পুত্রের জন্য খাবার কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। আলীপুর স্টীল ব্রিজের পূর্ব পার্শ্বে রাস্তায় পৌঁছলে এরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে জো’রপূর্বক একটি সিএনজিতে তুলে সজিব প্রঃ ডিজের বসত ঘরে নিয়ে যায়।
সজিব তার ঘরের ভেতর রুবেল, শরিফ মিয়া, রিপন ও রফিকদের কাছে ওই নারীকে রেখে ঘরের দরজার বাইরে সে পাহারা দেয়। ওই সময়ে যুবকরা তাকে জো’রপূর্বক ই’য়াবা সেবন করায়।
পরে তাকে হ’ত্যার ভ’য় দেখিয়ে চারজন তার পরনের জামা কাপড় খুলে রাতভর জো’রপূর্বক পালাক্রমে একাধিকবার ধ’র্ষণ করে। এরা পরের দিন সোমবার (২৭ এপ্রিল) ভোর পাঁচটার দিকে তাকে রামপুর জোড়া ব্রিজের ওপর ছেড়ে চলে যায়।
পরবর্তীতে ওই নারী সেখানে কিছুক্ষণ বসে থেকে শারীরিকভাবে কিছুটা সুস্থ অনুভব করলে বাড়িতে ফেরেন। বাড়ি গিয়ে তার মাসহ প্রতিবেশীকে ঘটনা জানায়।
হোমনা থা’নার ভারপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, এক বিধবা নারীকে গ’ণধ’র্ষণের অ’ভিযোগে থা’নায় মা’মলা হয়েছে। চার ধ’র্ষককে আ’টক করা হয়েছে এবং মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পু’লিশ সুপার মো. ফজলুল করিম বলেন, গ’ণধ’র্ষণের অ’ভিযোগ পেয়ে ওসি সাহেব, ইন্সপেক্টর (ত’দন্ত)কে নিয়ে সংশ্লিষ্ট এলাকায় অ’ভিযান চালিয়ে চার ধ’র্ষককে আ’টক করা হয়েছে।
Leave a Reply