অনলাইন ডেস্ক:
নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে পুরো রমজান মাস জুড়ে তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়। রমজানের প্রথম দিন থেকে ছুটিরদিনসহ প্রতিদিন এ মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা হয়। বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে ভোক্তাদের অধিকার সুরক্ষার স্বার্থে এটা অব্যাহত রাখা হয়। অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলূ কুমার সাহার সার্বিক নির্দেশনার পরিচালক (প্রশাসন) জনাব শামীম আল মামুন এ সকল অভিযান তত্ত্বাবধান করেন। সকল অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।
মাসব্যাপী চলা এ সকল অভিযানে কুমিল্লা শহরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ বাজারের ৮৮টি প্রতিষ্ঠানকে ২,৮৪,০০০ টাকা জরিমানা করা হয়। আর ভোক্তাদের নিকট থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ১৬,০০০ টাকা জরিমানা করে প্রণোদনা হিসেবে অভিযোগকারীকে ৪,০০০ টাকা নগদ প্রদান করা হয়। তদারকির আওতায় নিয়ে আসা হয় মুদি, মসলা, মাংস, সবজি, কসমেটিকস, সেমাই কারখানাসহ নিত্যপণ্যের বিভিন্ন পাইকারী ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানকে। প্রত্যেকটি অভিযানে মাইকের মাধ্যমে বাজারগুলোতে করোনা ভাইরাস সম্পর্কে ক্রেতা-বিক্রেতাকে সচেতন করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে টিসিবির ন্যায্যমূল্যের ট্রাকসেল ও প্রতিনিয়ত মনিটরিং করা হয়। প্রতিটা কার্যক্রমে কুমিল্লার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফজল মীর স্যার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম জামেরী হাসান প্রত্যক্ষভাবে তদারকি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। কৃতজ্ঞতা জানাই কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম স্যারের প্রতি। প্রত্যেকটি অভিযানে চাওয়া মাত্রই জেলা পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। কৃতজ্ঞতা জানাই কুমিল্লা সিভিল সার্জনের প্রতি প্রায় প্রতিটা অভিযানে এ অফিসের নিয়ন্ত্রাধীন স্যানিটারি ইন্সপেক্টররা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। কৃতজ্ঞতা জানাই কুমিল্লার বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিবেদকদের প্রতি যারা আমাদের প্রতিটি অভিযানের নিউজ অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব নিয়ে তাদের বহুল প্রচারিত দৈনিক ও নিউজ পোর্টালে নিয়মিত প্রকাশ করে ভোক্তা সাধারণ ও ব্যবসায়ীদের সচেতন করতে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেছেন। পরিশেষে বলতে চাই এ ধরণের তদারকি অভিযান সারাবছর অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার সুরক্ষায় তৎপর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক।- প্রেম বিজ্ঞপ্তি
Leave a Reply