অনলাইন ডেস্ক:
বৃহস্পতিবার বিকেল ৩টায় কুমিল্লা জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লার আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা দেবীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে ধর্মসভা অনুষ্ঠিত হয়।
এতে কুমিল্লা জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা শ্রীমান সদাশিব সিংহ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান এনডিইউ, পিএসসি (অবঃ) রিয়ার এডমিরাল মোঃ আবু তাহের এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ।
৬নং জগন্নাথ পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ ও কুসিক প্যানেল মেয়র-২ সৈয়দ মোঃ সোহেল। ধর্মসভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত্য দাশ টিটু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- ইসকন কুমিল্লার উপদেষ্টা পরিষদ সদস্য ডাঃ পরিমল চন্দ্র দেবনাথ @ প্রাণ বলদেব দাস ও কুমিল্লা জেলা পিপি এডভোকেট তপন বিহারী নাগ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন- জেলার বিভিন্ন উপজেলা হতে আগত ধর্ম-বর্ণ-নির্বিশেষে লাখো পূর্ন্যার্থী ও দর্শনার্থী। রথযাত্রা উপলক্ষে মন্দিরের চারপাশে মেলা বসেছে।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোঃ আবু তাহের বলেছেন- রথযাত্রা উৎসবে এসে আমার অতীতের স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলায় বন্ধুদের সাথে রথযাত্রা উৎসব দেখতে যেতাম। সত্যিই আজ এখানে এসে আমার খুব ভালো লাগছে। তিনি আরও বলেন- মানব জাতির চলার পথে মনের অজান্তে অনেক পাপ করে থাকে। তাই, পাপ মোচনের জন্যই এ ধরনের ধর্মীয় অনুষ্ঠানে আসা প্রয়োজন।
Leave a Reply