নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। তার জন্য জনসাধারণের সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন।
আর তাই ডেমোক্রেসি ইইন্টারন্যাশনাল এর সহায়তায় রং তুলি ফাউন্ডেশনে “নো মাস্ক নো সেল” স্লোগানে কুমিল্লা মহানগরের ইস্টার্ন ইয়াকুব প্লাজায় ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক ব্যবহারের সচেতনতা বৃদ্ধি করতে কর্মসূচি পালন করে।
“নো মাস্ক নো সেল” স্লোগানে কর্মসূচিটি উদ্ভোধন করেন কুমিল্লা জেলার অতিরিক্ত সুপার মোঃ আজিম-উল-আহসান স্যার। সকাল ১১টায় বেলুন ফুটিয়ে ফিতা কেটে কর্মসূচিটি উদ্ভোধন করেন।
উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার মাস্ক ব্যবহার করতে সকলের প্রতি আহবান জানান এবং সকলে সকলের অবস্থান থেকে মাস্ক ব্যবহারে সকলকে সচেতন করার পরামর্শ দেন।
রং তুলি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাইফ বাবুর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ইস্টার্ন ইয়াকুব প্লাজার দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ নুরে আলম ভূইয়া এবং রং তুলি ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ মুজিবুল হক।
এ সময় উপস্থিত ছিলেন কান্দিরপাড় ফাড়ির পুলিশ পরিদর্শক মোঃ নুরল ইসলাম এবং ইস্টার্ন ইয়াকুব প্লাজার দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোঃ সেলিম আহম্মেদ, প্রচার সম্পাদক হাসান মোর্শেদ, দপ্তর সম্পাদক মাসুম আলম পলাশ এবং মার্কেটের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।
উদ্ভোধন অনুষ্ঠান শেষে “নো মাস্ক,নো সেল” কর্মসূচীর প্রোগ্রাম চেয়ারম্যান সামান্তা নিঝুম ও প্রোগ্রাম কো-চেয়াচেয়ারম্যান আয়েশা আক্তার ফাইজা ও মোজাম্মেল হক রাব্বির নেতৃত্বে পঞ্চাশ জন ভলোন্টিয়ার ইস্টার্ন ইয়াকুব প্লাজার পাঁচটি ফ্লোরের প্রতিটি দোকানে স্টিকার লিফলেট লাগায় এবং ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরিধান করতে সচেতন করে।
এ সময় রং তুলি ফাউন্ডেশন এর সভাপতি পিন্টু সরকার, সহ-সভাপতি কাজী সাইদা সুমাইয়া নূর, সাধারণ সম্পাদক আদিব হাসনাত ও অর্থ সম্পাদক আবু ফয়েজ হৃদয় সার্বিকভাবে কর্মসূচিটি পরিচালনা করেন। সদস্যদের মধ্যে সাহেদ,আলিফ,আলম,সাব্বির,সুব্রত, রিমা, মানসুরা মিমি,ওয়াফা,নুরুল মোমেন,বৃষ্টি, জিমিয়া,উম্মে সুমাইয়া,অনম,সিজান তাজদিয়া,সামিরা ও ইমন হোসেন উপস্থিত ছিলো।
রং তুলি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাইফ বাবু বলেন,কোভিড১৯ দ্বিতীয় ধাপের ভয়াভহতা রোধ করতেই রং তুলি ফাউন্ডেশন এর এই কর্মসূচি। সামনের দিনগুলোতে এই কর্মসূচি আরো বৃহৎ ভাবে পরিচালনা করা হবে।
Leave a Reply