নিজস্ব প্রতিবেদক;
কুমিল্লায় পুলিশের স ঙ্গে ব ন্দুকযু দ্ধে খোকন (৪৫) নামে এক ব্যক্তি নি হত হয়েছে। পুলিশের দাবি ওই ব্য ক্তি ডাকা ত দলের সদস্য। শু ক্রবার দিবাগত রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া সাকিন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী সড়কের পাশে ব ন্ধু কযু দ্ধের ঘটনাটি ঘটে।
খোকন বরগু না সদর উপজেলার ফুলতলা গ্রামের মৃ ত আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী সড়কের পাশে ডা কাত দল ডা কাতির প্র স্তুতি এবং তাদের মধ্যে কুমিল্লার চা ঞ্চল্যকর মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা খায়রুল আলম সাধন হ ত্যা মা মলার পলাতক আ সামীও অংশ গ্রহণ করেছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গো য়েন্দা শাখা ডিবি এবং চান্দিনা থানা পুলিশের সদস্যরা যৌ থ অভিযানে ডাকাতদের গ্রেফতার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকা ত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে এ লোপা থারি গু লি ব র্ষণ করে।
ডিবি ও চান্দিনা থানা পুলিশের যৌথটিম আ ত্মরক্ষা র্থে পা ল্টা গু লি ব র্ষণ করে। পু লিশ ও ডা কাত দলের মধ্যে প্রা য় ২৫ রাউ ন্ড গু লি বিনিময় হয়। এতে পুলিশের দুই সদস্য আ হত হয় এবং ডা কাত দলের এক স দস্য গুলি বিদ্ধ হয়। পরবর্তীতে অ ন্যান্য অ স্ত্রধা রী ডাকা ত দ ল গু লিব র্ষণ করতে করতে পালিয়ে যায়।
আহত পুলিশ সদস্যদের এবং আহত ডাকা তকে উ দ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্ত ব্যরত ডা ক্তার আহত ডা কাত সদস্যকে মৃত ঘোষণা করে। আহত পু লিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
জেলা পুলি শের গো য়েন্দা শাখা ডিবির পু লিশ দ র্শক ইখতিয়ার উদ্দিন বলেন, ঘটনাস্থল হতে পুলি শ একটি দেশী য় তৈ রি পাইপগান, দুই রা ন্ড তাজা কা র্তুজ, পা চঁ রা উন্ড ফায়া রকৃত গুলির খো সা, দুইটি রা ম দা, এক টি ছু রি, একটা চা পাতি ও একটি লো হার পাইপ উদ্ধার করা হয়। পলা তক ডাকা তদের বি রুদ্ধে পৃ থক পৃথক মা মলা প্র ক্রিয়াধীন।
Leave a Reply