(হালিম সৈকত,কুমিল্লা)
কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। কোন প্রকার নিহতের খবর পাওয়া না গেলেও ২০ জন যাত্রী আহত হয়েছে। কুমিল্লাগামী গৌরীপুর টু কুমিল্লা পায়রা পরিবহনের একটি বাস সকাল ৮টায় উত্তর দূর্গাপুর গোমতী নদীর বেরিবাদ থেকে প্রায় ২০ ফুট নিচে পড়ে যায়।
গোমতী নদীর বেরিবাধ এলাকার জেলেপাড়ায় ঘটনাটি ঘটে। এর আগেও এই রোডটিতে বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছে।
অব্যাহত সড়ক দূর্ঘনা সর্ম্পকে নিরাপদ চালক চাই এর প্রধান সমন্বয়ক আজাদ সরকার লিটন বলেন, বর্তমানে মৃত্যুর মিছিল যেন থামছেই না। প্রতিনিয়ত তরতাজা প্রাণ আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আমি মনে করি অদক্ষ, অযোগ্য ও প্রশিক্ষণ বিহীন চালকের কারণেই এর মাত্রা বেড়ে চলছে।
এই বিষয়ে কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া জরুরী। ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া যাবে না। এবং যাদের লাইসেন্স নেই তাদেরকে গাড়ি চালানোর সুযোগ দেয়া যাবে না। আর তাহলেই বন্ধ হবে এইসব দূর্ঘটনার নামে হত্যা।
Leave a Reply