অনলাইন ডেস্ক:
হোমনায় করো’না ভাই’রাসের উপসর্গ নিয়ে মা’রা যাওয়া নুসরাত তথৈ করো’না ভাইরাসে আক্রান্ত ছিল না। মঙ্গলবার তার রিপো’র্ট নেগে’টিভ এসেছে। এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার।
মা’রা যাওয়ার ২০/২৫ দিন আগে মায়ের সঙ্গে নানা’র বাড়ি হোমনা উপজেলার বিজয়নগর গ্রামে বেড়া’তে এসে সর্দি, কাশি ও জ¦র আক্রান্ত হয়; যা ক’রোনা উপ’সর্গ নিয়ে শুক্রবার ভোরে সে মারা যায়। শিশুটি করোনার উপসর্গ নিয়ে ’মারা যাওয়ায় উপজেলা ’দাফন কাফন কমিটির লোকজন তার জা নাজা ও দা ফন কাফনের ব্যবস্থা করে। ফলে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও ভয়ে অনেকেই জা’নাজা ও দাফ’ন কাফনে এগিয়ে আসেনি।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ উপজেলার সর্বত্র দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। শিশু তাথৈয়ের এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশু নুসরাত তথৈ বাঞ্ছারামপুর উপজেলার মায়ারামপুর গ্রামের মো. সুমন মিয়ার মেয়ে।
তারা ঢাকায় থাকত। মা অন্তঃসত্ত্বা থাকায় বাঞ্ছারামপুরের বাড়িতে না গিয়ে একমাত্র সন্তান তাথৈকে সঙ্গে নিয়ে হোমনা উপজেলার বিজয়নগর গ্রামে বাবার বাড়ি আসেন।
Leave a Reply