( জাগো কুমিল্লা.কম)
চল যাই যুদ্ধে , মাদকের বিরুদ্ধে , প্রকৃত অর্থে যুদ্ধেই নেমেছে কুমিল্লা জেলা পুলিশ। সাধারণ মানুষদের সহযোগিতায় মাদক নির্মূলে বলিষ্ঠ ভুমিকা রাখছে পুলিশের প্রতিটি সদস্য। তা না হলে নিজের জীবনকে বাজি রেখে নদীতে ঝাঁপ দিয়ে মাদক মামলার আসামী ধরতো। এমন এক প্রশংসনীয় কাজ করেছে দাউদকান্দি থানার এ.এস. আই ফিরোজ আহমেদ ।
মঙ্গলবার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ.স.ম. আব্দুন নূরের নের্তৃত্বে এ.এস.আই ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিনব কায়দায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী সোহরাব হোসেন (৩৫) কে গ্রেফতার করে।
দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের টামটা গ্রাম থেকে পুলিশ কৌশল অবলম্ভব করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে নদী পথে পালিয়ে যাওয়ার সময় পুলিশও নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আরো ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়। ইতিমধ্যে এ.এস. আই ফিরোজ আহমেদ মাদক নিয়ন্ত্রণে যাতেষ্ট ভূমিকা রেখে চলছেন।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কুমিল্লাবাসী এ.এস. আই ফিরোজ আহমেদ অভিনন্দন জানাচ্ছে।
Leave a Reply