1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা; নিহত বেড়ে ৭ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত; আহত ৩ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের কমিটি ঘোষণা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন কুমিল্লা নগরীতে শ্যালিকার বসতজমি দখলের অভিযোগ! সিসিএন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে রিসোর্স পার্সন পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া ফের ভর্তি পরীক্ষা চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা মেডিকেলে পদযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার কুমিল্লায় আন্তর্জাতিক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালন স্ত্রীসহ সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা; তিনটি বাস ও ট্রাকের সংঘর্ষ; ৪ জনের লা শ উদ্ধার

  • প্রকাশ কালঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ২৬৫১

অনলাইন ডেস্ক:

কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সদর দক্ষিণে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তিনটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। ৪ জনের লা শ উদ্ধার করা হয়েছে।

কুমিল্লায় যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে এক স্কুল শিক্ষকসহ ৪ জন নি হত হয়েছে। এ দুর্ঘ টনায় আহত হয়েছে ৩টি বাসের অন্তত ৩৫ জন যাত্রী। শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার দয়পুর এলাকায় থানার সন্নিকটে এ দু র্ঘটনা ঘটে।

নি হতরা হলেন- কুমিল্লা নগরীর বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর গ্রামের আবদুল মান্নানের ছেলে সাজেদুর রহমান (৪৮), চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বারইয়াডালা গ্রামের মৃত ছলিম উল্লাহর ছেলে বাসের হেলপার রহিম উদ্দিন মানিক (৪২) ও আরেক হেলপারসহ ৪ জন। একজনের পরিচয় জানা যায়নি।

সদর দক্ষিণ মডেল থানার এসআই খাদেমুল বাহার জানান, বিকাল সোয়া ৪টার দিকে মহাসড়কের ওই এলাকা দিয়ে ঢাকা অভিমুখে হানিফ, শাপলা ও শান্তি পরিবহনের ৩টি বাস যাচ্ছিল। এসময় কুমিল্লা শহর থেকে একটি বালু পরিবহনকারী ড্রাম ট্রাক মহাসড়কের ওই স্থান অতিক্রম করে উপজেলা পরিষদ সড়কের দিকে যাওয়ার পথে প্রথমে হানিফ পরিবহনের বাসের সাথে ধাক্কা লাগে। পরে ওই বাসের পিছু থাকা অপর ২টি বাসও দুর্ঘ টনার কব লে পড়ে। দুর্ঘটনা কবলিত ৩টি বাস-ই মহাসড়কের পাশের্^ খাদে পড়ে যায়। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলে বাসের যাত্রী চট্টগ্রাম থেকে আসা শিক্ষক সাজেদুর রহমান, বাসের হেলপার রহিম উদ্দিন মানিক এবং হাসপাতালে নেয়ার পর আরেকটি বাসের হেলপার মা রা যান। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। মৃ তের সংখ্যা আরও বাড়তে পারে। আ হতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে দুর্ঘটনার পর ফোরলেন মহাসড়কের ঢাকাগামী অংশে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল।

কুমিল্লায় নৌকা বাইচের ব্যাপক প্রস্তুতব ; বিজয়ী দল পাবে লাখ টাকা পুরস্কার

(মাহফুজ নান্টু, কুমিল্লা)

আগামী ৫ অক্টোবর শনিবার কুমিল্লার দাউদকান্দিতে  নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  এ লক্ষে সকল আয়োজন সম্পন্ন হচ্ছে। প্রতিযোগীতায় বিজয়ী দলকে দেয়া হবে এক লক্ষ টাকা পুরস্কার। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদে জেলা প্রশাসক মোঃআবুল ফজল মীর এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে  উদ্বোধন করবেন অর্থ মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। নৌকা বাইচ প্রতিযোগিতায় ১২ টি বড় নৌকা অংশ গ্রহন করবে। যার মধ্যে কুমিল্লা মেঘনার ১ টি, দাউদকান্দির ১ টি , টাঙ্গাইল থেকে ১ টি, ব্রাহ্মনবাড়িয়া থেকে ৫ টি, কিশোরগঞ্জ থেকে ১ টি, নরসিংদী থেকে ১ টি সহ মোট   ১২ টি নৌকা এখন পর্যন্ত তালিকাভুক্ত হয়েছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয় নৌকার সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী দলকে নগদ ১ লাখ টাকা পুরস্কারসহ অংশগ্রহনকারী প্রতিটি দলকে সম্মাননা প্রদান করা হবে। আগামী ৫ অক্টোবর শুরু হওয়া নৌকা বাইচটি  মেঘনার  চর কাঠালিয়া থেকে শুরু হয়ে দাউদকান্দি ব্রীজে এসে শেষ হবে।

দাউদকান্দিতে অনুষ্ঠিত কুমিল্লা জেলা প্রশাসক নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ,হ,ম, মুস্তফা কামাল এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল ( অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি ।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের সভাপতিত্বে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান । আগামী ৫ অক্টোবর শনিবার বিকাল ৩ টায় দাউদকান্দি ব্রিজ সংলগ্ম মেঘনা নদীতে  এ নৌকা বাইচ অনুষ্ঠিত হবে । দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন । ইতিমধ্যে খেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুত্তি নেয়া হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews