অনলাইন ডেস্ক:
কুমিল্লার চান্দিনায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পরিবারের ৬টি ঘর ভস্মীভূত হয়েছে। অপর পরিবারের একটি বসত ঘর আংশিক পুড়ে যায়।
রবিবার রাত ৮টায় উপজেলার মাধাইয়া ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে চান্দিনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার করে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে মোখলেছুর রহমান এর ২টি বসত ঘর ও ১টি রান্না ঘর, শাহ আলম এর ২টি বসত ঘর ও ১টি রান্না ঘর এবং আলী হোসেন এর ১টি বসত ঘর আংশিক পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
প্রত্যক্ষদর্শী কাউছার জানান, সোনাপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোখলেছুর রহমানের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্তত ৭টি ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে।
চান্দিনার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিক উদ্দিন মুন্সি জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
Leave a Reply