অনলাইন ডেস্ক:
কুমিল্লার চান্দিনায় পুলিশের সাথে ‘ব ন্দুকযু দ্ধে’দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে।রবিবার ভোররাতে চান্দিনা উপজেলার তুলাতুলি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনা স্থল একটি পাইপগা ন, দুই রাউ ন্ড কা র্তুজ ও ডাকাতির সর ঞ্জামাদি উদ্ধার করেৃছে পুলিশ। নি হত দেলোয়ার চান্দিনা উপজেলার ফতেপুর গ্রামের আবদুল বারেকের ছেলে।
চান্দিনা থানার ওসি আবুল ফয়সাল জানান, শনিবার গভীর রাতে সংঘব দ্ধ ডাকাতদল চান্দিনার শ্রীমন্তপুর তুলাতুলি এলাকায় ডাকাতির প্র স্তুতি নিচ্ছিল- এমন খবরে ওই এলাকায় যায় পুলিশ। এসময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গু লি ছুড়ে। পুলিশও আ ত্মর ক্ষার্থে পাল্টা গু লি ছু ড়ে। এসময় গু লিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেন ওরফে দেলু নামে এক ডাকাত আহত হয়। পরে আশং কাজনক অব স্থায় উ দ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নিহত দেলোয়ার হোসেনের বিরু দ্ধে অ স্ত্র-ডা কাতিসহ বিভিন্ন অভিযোগে থানায় ৭টি মামলা রয়েছে।
অনলাইন ডেস্ক:
আগামী তিনদিনে রাতের তাপমাত্রা আরো কমতে পারে। গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
এতে আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।
আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তাসারে অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
Leave a Reply