অনলাইন ডেস্ক:
কুমিল্লায় ব্যাংক কর্মকর্তাসহ ৫ উপজেলায় নতুনকরে আক্রান্ত হয়েছে ৭ জন: এই নিয়ে কুমিল্লায় সংখ্যা বেড়ে দাঁড়িয়েছ ৩১৪। কুমিল্লার চান্দিনায় দুইজন, তিতাসে দুইজন , দেবিদ্বারে একজন, ব্রাহ্মণপাড়া একজন, দাউদকান্দিতে একজন।
দাউদকান্দি সোনালী ব্যাংকের এক কর্মকর্তার করোনা পজিটিভ। তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও পরিসংখ্যানবিদ করোনায় আক্রান্ত হয়েছে। চান্দিনায় হারং ও চান্দিনা বাজারে দুজন আক্রান্ত হয়েছে। এছাড়া ব্রাহ্মণপাড়ায় পূর্ব পোমকারা গ্রামের ইউপি সদস্য আক্রান্ত হয়েছে। দেবিদ্বারে একজন ওষুধ কোম্পানীর কর্মকর্তা আক্রান্ত হয়েছে।
মোট নমুনা সেন্ট= ৫হাজার ৪ শ ৩৪টি
মোট রিপোর্ট রিসিভেড=৪ হাজার ৯ শ ৫৪ জনের
মোট পজিটিভ =৩১৪জন
মোট সুস্থ্য = ৫৫ জন
মোট মৃ ত্যু =১৩ জন
১৯মে, ২০২০ ইং ( দুপুর ২ টা পর্যন্ত )
নতুন আক্রন্ত: ৭ জন
নতুন সুস্থ : ১ জন ( চান্দিনা)
নতুন মৃত্যু: ০
দেবিদ্বার ১০৯,সদর ৮, সিটি ২৭, তিতাস ১৪, লাকসাম ১৮,চান্দিনা ১৯, দাউদকান্দি ১৯, বুড়িচং১০, মুরাদনগর ৩৮, মনোহরগঞ্জে ৬, বরুড়া-১০,বি-পাড়া ৮,সদর (দ) ৪, চৌদ্দগ্রাম ২, হোমনা৪, মেঘনা২,লালমাই৩, নাঙ্গলকোট ১১
Leave a Reply