1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : sujhon :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা; নিহত বেড়ে ৭ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত; আহত ৩ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের কমিটি ঘোষণা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পাল্টা কমিটি গঠন কুমিল্লা নগরীতে শ্যালিকার বসতজমি দখলের অভিযোগ! সিসিএন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে রিসোর্স পার্সন পিএসসির সচিব ড. সানোয়ার জাহান ভূইয়া ফের ভর্তি পরীক্ষা চালু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসে কুমিল্লা মেডিকেলে পদযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার কুমিল্লায় আন্তর্জাতিক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালন স্ত্রীসহ সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

কুমিল্লায় বিয়ের ৬ দিনের পর পালিয়ে গেল প্রিয়া রাণী; অতঃপর..

  • প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
  • ২৪০৯

অনলাইন ডেস্ক:

কুমিল্লার বরুড়ায় এক হিন্দু পরিবারের নববধূ আত্ম হ ত্যা করেছে বলে জানা যায়। থানা সূত্রে জানা যায়, গত (১৮ জুলাই) হিন্দু ধর্মীয় নিয়মে পারিবারিকভাবে বরুড়া উপজেলার শিলমুড়ী (দঃ) ইউনিয়নের আমড়াতলী গ্রামের দিলিপ দত্তের ছেলে কাজল চন্দ্র দত্তের সাথে মৃত- নিরঞ্জন সরকারের মেয়ে প্রিয়া রানী সরকারের বিবাহ অনুষ্ঠিত হয়।

বিবাহের ৬ দিনের মাথায় প্রিয়া রানী কাউকে কিছু না, জানিয়ে বাড়ী থেকে পালিয়ে যায়। শশুর বাড়ীর লোকজন তাকে কোথাও খোঁজা-খুজি করে না পেয়ে, বরুড়া থানা একটি হারানো ডায়রী করে। গত (৫ আগস্ট) তার পরিবার তাকে খোঁজে বের করে, শাকপুর ইউনিয়নের রাজপুর গ্রামের তার নানার বাড়ীতে নিয়ে আসে।খবর পেয়ে প্রিয়া রানীর শশুর বাড়ীর লোকজন তার নানার বাড়ীতে যান এবং তাকে পুনরায় ঘরে তুলতে সম্মতি প্রকাশ করে। মঙ্গলবার (৬ আগস্ট) প্রিয়া রানী সরকার তার নানার বাড়ীতে আত্ম হ ত্যা করে। খবর পেয়ে বরুড়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বরুড়া থানায় নিয়ে আসে।

এ বিষয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি আ ত্ম হ ত্যা। একটি অ পমৃ ত্যু মামলা হয়েছে। নিহতের ম রদেহ কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।

কুমিল্লায় এবার ৩৯৩ স্থানে বসবে গরুর হাট

অনলাইন ডেস্ক:
মুসলিম বিশ্বের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ উৎসবের মূল তাৎপর্য পশু কোরবানি। এ উপলক্ষে কুমিল্লায় ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু আসতে শুরু করেছে। এবার জেলাজুড়ে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৩৯৩টি পশুর হাট বসতে যাচ্ছে। এগুলোর মধ্যে স্থায়ী ৪৪টি ও অস্থায়ী ৩৪৯টি।

এবারে হাটগুলোতে দেশি গরুর আধিক্য থাকবে বলে জানা গেছে। তবে কোরবানির পশুর দাম মধ্যবিত্ত শ্রেণির নাগালের মধ্যে থাকবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।জেলা পুলিশ সূত্র জানায়, কুমিল্লা জেলা সদরে মোট ২৩টি পশুর হাট বসছে। এর মধ্যে স্থায়ী একটি ও অস্থায়ী ২২টি। সদর দক্ষিণ উপজেলায় মোট পশুর হাটের সংখ্যা ২১টি। এর মধ্যে স্থায়ী একটি ও অস্থায়ী ২০টি। লালমাই উপজেলায় মোট পশুর হাটের সংখ্যা ২৫টি। তার মধ্যে স্থায়ী দুইটি ও অস্থায়ী ২৩টি।

বরুড়া উপজেলায় মোট পশুর হাটের সংখ্যা ৪৩টি। এর মধ্যে স্থায়ী চারটি ও অস্থায়ী ৩৯টি। ব্রাহ্মণপাড়া উপজেলায় মোট পশুর হাটের সংখ্যা ১৮টি। এর মধ্যে স্থায়ী একটি ও অস্থায়ী ১৭টি। নাঙ্গলকোট উপজেলায় মোট পশুর হাটের সংখ্যা
৩৪টি। এ উপজেলায় কোনো স্থায়ী হাট নেই। মনোহরগঞ্জ উপজেলায় মোট পশুর হাটের সংখ্যা ২৪টি। এর মধ্যে স্থায়ী তিনটি ও অস্থায়ী ২১টি। দেবিদ্বার উপজেলায় মোট পশুর হাটের সংখ্যা ২২টি। এর মধ্যে স্থায়ী তিনটি ও অস্থায়ী ১৯টি।

এছাড়া চৌদ্দগ্রাম উপজেলায় মোট পশুর হাটের সংখ্যা ৩৪টি। এর মধ্যে স্থায়ী আটটি ও অস্থায়ী ২৬টি। লাকসাম উপজেলায় মোট পশুর হাটের সংখ্যা ১০টি। এর মধ্যে স্থায়ী তিনটি ও অস্থায়ী সাতটি। দাউদকান্দি উপজেলায় মোট পশুর হাটের সংখ্যা ১৫টি। এর মধ্যে স্থায়ী একটি ও অস্থায়ী ১৪টি। তিতাস উপজেলায় মোট পশুর হাটের সংখ্যা ১৪টি। এর মধ্যে স্থায়ী একটি ও অস্থায়ী ১৩টি। হোমনা উপজেলায় মোট পশুর হাটের সংখ্যা ১৯টি। এর মধ্যে স্থায়ী ১৭টি ও অস্থায়ী ১৯টি। বুড়িচং উপজেলায় মোট পশুর হাটের সংখ্যা ২৬টি, যার মধ্যে স্থায়ী পাঁচটি ও অস্থায়ী ২১টি। চান্দিনা উপজেলায় মোট পশুর হাটের সংখ্যা ১৮টি। এর মধ্যে স্থায়ী তিনটি ও অস্থায়ী ১৫টি। মুরাদনগর উপজেলায় পশুর হাটের সংখ্যা ২৬টি। এর মধ্যে স্থায়ী দুইটি ও অস্থায়ী ২৪টি। সবশেষ মেঘনা উপজেলায় পশুর হাটের সংখ্যা নয়টি। তার মধ্যে স্থায়ী একটি ও অস্থায়ী আটটি।

সম্প্রতি পশু বাজারের ইজারাদার ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে ইজারাদার ও চামড়া ব্যবসায়ীদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।সেগুলো হলো- রাস্তায় কোনো হাট বসবে না, হাটে পশু টানাটানি হবে না, গরুর হাটে সিসিটিভির ব্যবস্থা করতে হবে, পশুর গাড়িতে গন্তব্যের ব্যানার লাগানো থাকবে, রোগাক্রান্ত গরু শনাক্তকরণ ও চিকিৎসা দেওয়ার জন্য প্রতিটি হাটেই মেডিক্যাল টিম রাখতে হবে, হাটগুলোতে কোরবানির পশু বিক্রি করতে আসা। এছাগা ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তার জন্য হাট প্রশাসন পুলিশের সহায়তা পাবে এবং জাল টাকা চিহ্নিত করার যন্ত্রসহ হাটে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews