(শরীফ আহমেদ মজুমদার, কুমিল্লা)
কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন থেকে বাহার নামের প্রতারক এক আদম বেপারীকে আটক করে থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
সে উপজেলার হেসাখাল গ্রামের দক্ষিণ পাড়ার ইব্রাহিম খলিলের ছেলে রহমতুল আলামিন বাহার।
বিভিন্ন জেলায় দামী গাড়ী নিয়ে ঘুরে বিদেশ পাঠানোর নামে মোটা অংকের বেতনের প্রলোভনে করেন প্রতারণা করেন তিনি।বাদ যায়নি নিজ এলাকাও।
২০১৭ সালে সৌদি আরব ও ইরাক নেওয়ার কথা বলে উপজেলার বিভিন্ন এলাকার লোকজন থেকে
কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।ওই ইউপির কুরকুটা গ্রামের মৌলভী সাঈদ আহাম্মদ থেকে তার ছেলে শাহজাহানকে সৌদি আরব পাঠানোর কথা বলে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়।আজিয়া পাড়া গ্রামের ছোয়াব মিয়ার ছেলে মোজাম্মেল হোসেনকে সৌদি আরব পাঠানোর কথা বলে ৪ লাখ,একরামুল হকের কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। ওই গ্রামের মৃত.সোলতান আহাম্মদের ছেলে ৩ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়।
পেরিয়া ইউপির আশারকোটা গ্রামের আছলামের ছেলে শহীদকে ইরাক পাঠানোর কথা বলে ২ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়।এলাকার প্রায় ৪০ জন লোক থেকে কোটি টাকা নিয়ে লাপাত্তা হয় প্রতারক আদম বেপারী।তার আটকের খবরে নিঃস্ব হয়ে যাওয়া লোকজন থানায় ভিড় করেন।তার বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় প্রতারনার ৫/৬টি অভিযোগে রয়েছে।
নাঙ্গলকোট থানার ডিউটি অফিসার এ এস আই নুরুল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply