রবিউল হোসেন।।
কুমিল্লায় ডিবি পুলিশের আভিযানে বিদেশী পিস্তলসহ মন্টু সরকার নামে শীর্ষ ডাকাত সর্দারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে জেলার তিতাস উপজেলার মোটুপি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মন্টু সরকার তিতাস উপজেলার মৌটুপি গ্রামের খলিল সওদাগরের ছেলে।
রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম-উল আহসান। জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি জেলার তিতাস উপজেলার দড়িকান্দির ব্রিজের কাছে এক দল দুর্বৃত্ত বিকাশ এজেন্টকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫৮ লাখ টাকা লুট করে। এ ঘটনায় গ্রেফতার হওয়া ৫ জনের মধ্যে অমর নম ও শফিউলাহ নামে দুই ডাকাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে মন্টু সরকারসহ জড়িত অপর ডাকাতদের নাম প্রকাশ করে। গ্রেফতারকৃত মন্টু সরকারের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ডাকাতিসহ তিতাস ও দাউদাকান্দি থানায় এক ডজন মামলা রয়েছে।
এর প্রেক্ষিতে ডিবির ওসি মাঈনুদ্দিন খানের নেতৃত্বে এসআই সহিদুল ইসলামসহ ডিবির একটি টিম অভিযান চালায়। অভিযানে মন্টুকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে একই গ্রামের বাতেন সরকারের ঘর থেকে একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই নন্দন চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃত মন্টু সরকারের বিরুদ্ধে অস্ত্র, হত্যা,ডাকাতিসহ তিতাস ও দাউদাকান্দি থানায় এক ডজন মামলা রয়েছে। এর আগে এ মামলায় অভিযান পরিচালনা করে ডাকাতি হওয়া ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
Leave a Reply