(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা)
কুমিল্লায় হত্যা মামলার হাজিরা দিতে এসে আরেক হ*ত্যাকান্ডের ঘটনা ঘটেছে! কুমিল্লায় অতিরিক্ত তৃতীয় জেলা ও দায়ের জজ আদালতের বিচারক ফাতেমা ফেরদাউছের আদালতে শুনানির সময় আসামীর ছু*রিকাঘাতে অপর আসামীর মৃ*ত্যুর ঘটনা ঘটে।সোমবার (১৫জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোম ফারুক হোসেন (২৮)। সে জেলার মনোহরগঞ্জ উপজেলার অহিদ উল্ল্যাহর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। ঘা*তক মোঃ হাসান পার্শ্ববর্তী লাকসাম পৌরসভা বোসপাড়ার সহিদুল্লাহর ছেলে বলে জানা গেছে।
আদালত সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের এজলাসে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সংঘটিত একটি হ*ত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলছিল। সাক্ষ্য দেওয়ার সময় ওই মামলার আসামি হাসান অন্য আসামি ফারুককে ছু*রিকাঘাত করে। এতে ফারুকের মৃ*ত্যু হয়। ঘাতক হাসানকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, কুমিল্লা আদালতে মনোহরগঞ্জ উপজেলায় ২০১৩ সালের ২৬ আগষ্ট সংঘটিত হ*ত্যা মামলায় নিহত ফারুক ও ঘা*তক হাসান মনোহরগঞ্জ থানার জিআর ৮৩/১৩ ও এসটি ২০২৭/১৫ হ*ত্যা মামলার তারা হাজিরা দিতে আসেন। পরে হাসান বিচারকের এজলাসে ফারুককে ছু*রিকাঘাত করেন। ফারুককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন। তারা আপন মামাতো ফুফাতো ভাই। হ*ত্যাকাণ্ডে ব্যবহৃত ছু*রি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, পুলিশি পাহারার মধ্যেও আসামির ছু*রি নিয়ে আদালতে প্রবেশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার পিপি এডভোকেট নুরুল ইসলাম ও কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জী।
Leave a Reply