অনলাইন ডেস্ক:
কুমিল্লায় বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা সিলেট অঞ্চলিক মহাসড়কের দেবপুর কোল্ড স্টোরের সামনে এঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানান, দ্রুত গতির সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় ২ জন কে কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।দেবপুর ফাঁড়ী ইনচার্জ আবু ইউসুফ ফসিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
অনলাইন ডেস্ক:
কুমিল্লা নগরীর এপোলো হসপিটালে ভু’য়া ডাক্তারের সন্ধান পাওয়া গেছে। সোমবার কুমিল্লা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রুবাইয়া খানম এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন বিভাগের ডা. নাজমুল আলম ।
কুমিল্লা জেলা প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কুমিল্লা জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীর মহোদয়ের নির্দেশনায় কুমিল্লা শহরের হসপিটালসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । কুমিল্লা এপোলো হসপিটালে ভু’য়া ডাক্তার বসানো এবং সরকারি কাজে বাধা প্রদান করায় মালিককে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৭ ও ১৮৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৬ মাসের বিনাশ্রম কা’রাদন্ড প্রদান করেন।
এছাড়া মেট্রোপলিটন মডেল হসপিটালকে ব্লাড গ্রুপের রিপোর্ট ভুল প্রদান, হসপিটালের পরিবেশ নোংরা ও মূল্য তালিকা আংশিক থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা এবং প্যাথলজি টেকনিশিয়ানকে ১৫ দিনের বিনা’শ্রম কারা’দন্ড দেয়া হয়।
কুমিল্লা ট্রমা সেন্টারে মূল্য তালিকা না থাকায়, প্যাথলজির পরিবেশ নোং’রা এবং জেনারেটরের কারণে শব্দ দূষ’ণের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ও ৫৩ ধারায় ৫০ হাজার) টাকা জ’রিমানা করেন।
কুমিল্লা আবাসিক হোটেল অনৈ’তিক কর্ম’কান্ড: ২০ নারী ও ১৬ পুরুষ গ্রেফতার
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ । সোমবার সন্ধ্যা থেকে রাত ১১ টা পর্যন্ত কয়েকঘন্টা ব্যাপী অভি’যানে অনৈ’তিক কাজের অভিযোগে ২০ নারী ও ১৬ পুরুষ গ্রে’ফতার আ’টক করা হয়েছে।
কোতয়ালি মডেল থানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক(অপারেশন) এস এম আরিফুর রহমানের নেতৃত্বে বিশেষ অ’ভিযান অভিযান পরিচালণা করা হয়।
এ সময় অশ্লীল ও অনৈ’তিক কার্যক’লাপে লিপ্ত থাকার অপ’রাধে ১৬ জন পুরুষ ও ২০ জন মহিলাকে গ্রে’ফতার করা হয়। গ্রেফ’তারকৃতরা বর্তমানে থানা হা’জতে আছে।এই ব্যাপারে কোতয়ালী মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক জানান, এই অ’শ্লীল ও অনৈ’তিক কার্যকলাপের বিরু’দ্ধে নিয়মিত পুলি’শের বিশেষ অভি’যান চলমান থাকবে। অশ্লী’ল ও অনৈ’তিক কার্য’কলাপের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের’কে আইন আমলে নিয়ে আসা হবে। গ্রেফ’তারকৃতদের বিরু’দ্ধে আইনগত ব্যব’স্থা প্রক্রিয়া’ধীন।
Leave a Reply