নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বসতঘরের আগুনে পুড়ে আজমীর (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজমীর কাঠ মিস্ত্রি আবু তাহেরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু।
আজমীরের চাচা আবু কালাম জানান, বিকেলে আমরা সবাই বাইরে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ আবু তাহেরের ঘরে আগুন লাগে। নিমেষেই ঘরটি পুড়ে যায়। তারপর থেকে আজমীর নিখোঁজ হয়। পরে ঘরের ভেতর খুঁজে দেখি চাউলে ড্রামের সঙ্গে পুড়ে ছাই হয়ে আছে।
তিনি আরও বলেন, আজমীর বাইরে খেলা করছিল। আমরা সবাই বাইরেই ছিলাম। আজমীর কখন যে ঘরে ঢুকেছে আমরা টের পাইনি।
সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছি। শিশুটি পুড়ে মারা গেল। খুবই দুঃখজনক ঘটনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ। এ সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২৫ হাজার টাকা, চাল ও শীতবস্ত্র দেওয়া হয়।
Leave a Reply