নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় বর্ণিল আয়োজনে অভয় চরণ নৃত্যাঙ্গনের ১০ম বর্ষপূর্তি পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। আজ (২৪জানুয়ারী,২০২০ইং) কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে আলোচনা সভা, গুণিজন সম্মাননা, দৃষ্টিনন্দন নৃত্যের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জামাল নাছের, রোকেয়া পদক প্রাপ্ত বিশিষ্ট্য নারী নেত্রী পাপড়ি বসু, গোল্ড সিলভার হোমস্ লি: এর পরিচালক মোঃ জহিরুল কবির, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ জহিরুল হক দুলাল।
আরও উপস্থিত ছিলেন, আবুল কাশেম, অধ্যক্ষ শামীম হায়দার, শিব শংকর, তপন দাস, শুভাশিষ ঘোষ,রাশেদা আক্তার, রেহানা রহমান, জাহাঙ্গীর মৈশান, ওমর ফারুক সুমন, মোতাহার হোসেন মাহবুবসহ অন্যান্যরা ।
নৃত্য পরিচালনা অভয় চরণ নৃত্যাঙ্গনে পপি সূত্রধর। অনুষ্ঠান পৃষ্ঠপোষকতায় ছিলেন কুমিল্লা সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক এ্যাড ফার্ম -বি-মিডিয়া এমডি মোঃ বিল্লাল হোসেন। গুণিজন সম্মাননা স্মারক প্রদান করেন নৃত্যশিল্পী ‘তপন দাশ গুপ্তা’ কুমিল্লার নৃত্যগুরু ও পরিচালক-সুবল স্মৃতি সঙ্গীতাঙ্গ
আয়োজকরা বলেন, ১০ম বর্ষপূর্তিতে আপনাদের প্রিয় ‘‘অভয় চরণ নৃত্যাঙ্গন’সংগঠনের ছাত্র-ছাত্রীরা নৃত্য পরিবেশনার মাধ্যমে গত ৯টি বছর কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনে সরকারী ও বেসরকারী, ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দিবস উৎসবে নৃত্য পরিবেশনা করে অর্জন করেছে সুনাম ও সম্মাননা। আর আজ সেই সকল শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, নৃত্য প্রশিক্ষক পপি সূত্রধর গত ১ টি মাস ধরে একটানা পরিশ্রম করে সাজিয়েছেন বিভিন্ন প্রকার নাচ। তার অসাধারণ নাচের করিওগ্রাফি মধ্যদিয়ে আজ সাংস্কৃতিক পর্বটি সাজানো হয়েছে ।
Leave a Reply