( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় র্যাব ও বিজিবি‘র সঙ্গে বন্দুকযুদ্ধে সহিদুল ইসলাম (সবু) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার ভোরে জেলার সদর উপজেলার কাপ্তানবাজার গোমতি বেরিবাধঁ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নিহত সহিদুল ইসলাম সবু সদর জেলার সদর দক্ষিণ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী একবালিয়া গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে।
র্যাব জানায়, কুমিল্লার তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী সবুকে আটকের জন্য র্যাব ও বিজিবি কাপ্তানবাজার গোমতি নদীর বেরিবাধঁ এলাকায় অভিযান চালায়। আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করে। র্যাবও আত্মরক্ষায় গুলি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় গুরুত্বর আহত সহিদুল ইসলাম সবুকে আটক করা হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ফেনসিডিল-গাজাঁ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমান জানান, সহিদুল ইসলাম সবু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের ২০টিসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা রয়েছে।
Leave a Reply