( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে অমল (৩০) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মহিসাশহর এলাকার বারি কান্তির পুত্র। শুক্রবার (৪ মে) বিকেলে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ইউপি মেম্বার শাহজাহান সেলিম জানান, কৃষি শ্রমিক অমল পাশাকোট গ্রামের জাহাঙ্গীরের জমিনে কাজ করছিল। শুক্রবার বিকেলে বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চৌদ্দগ্রাম থানার এসআই মনিরুল ইসলামও নিহতের ঘটনাটি নিশ্চিত করেন।
উল্লেখ্য গত সোমবার (৩০ এপ্রিল) উপজেলার কাশিনগর ইউনিয়নের শ্রীফলতলা প্রকাশ রামপুর এলাকায় কৃষি জমিনে ধান কাটা অবস্থায় বুলু মিয়া নামের আরেক শ্রমিকের মৃত্যু হয়।এদিকে চৌদ্দগ্রামে সিএনজি খাদে পড়ে নাছিমা সুলতানা (১৭) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে উপজেলার আলকরা ইউনিয়নের কাইচ্ছুটি গ্রামের আবুল খায়েরের মেয়ে।
শুক্রবার (৪ মে) সকাল ১০.৩০টায় উপজেলার চিওড়া-ঢালুয়া সড়কের চিওড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার এসআই মনিরুল জানান, নিহত নাছিমা শশুর বাড়ি চিওড়া থেকে সিএনজি যোগে পিত্রালয় কাইচ্ছুটির উদ্দেশ্যে রওনা দেয়। এসময় সিএনজি গাড়িটি চিওড়া বাজার পার হলে সড়কের পাশে থাকা একটি ছেলেকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Leave a Reply