অনলাইন ডেস্ক:
কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মঙ্গল মিয়া (৫২) নামে ২১ মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি, ৫০০ পিস ইয়াবাসহ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার তীরচর এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত মঙ্গল মিয়া (৫০) চান্দিনা উপজেলার সুহিলপুর গ্রামের বাবর আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে চান্দিনাসহ জেলার বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, উপজেলার তীরচর গ্রামের একটি বাগানে মাদক বেচাকেনার জন্য জড়ো হন মাদক ব্যবসায়ীরা। মাদক উদ্ধারের জন্য পুলিশ সেখানে পৌঁছলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে ১২ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় বন্ধুকযুদ্ধে আহত হন মাদক ব্যবসায়ী মঙ্গল মিয়া। আহতাবস্থায় মঙ্গল মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৬ ফেব্রুয়ারি জেলাজুড়ে বিভিন্ন থানায় ৯৭টি মাদক মামলা হয়েছে। এসব মামলায় ১৩৬ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারিকে আটক করা হয়েছে। এসব অভিযানে ১৩ হাজার ৬২৮ পিস ইয়াবা, ৫০ কেজি ৫৭০ গ্রাম গাঁজা, ৩৮ বোতল ফেন্সিডিল, ২৩ বোতল ইস্কাপ সিরাপ, ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।১৭ তারিখ ও অভিযান পরিচালনা করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ জন আটক করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৭ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদের সাজা ও জরিমানা প্রদান করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
জেলা পুলিশ জানায়, কুমিল্লা জেলা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এর নির্দেশক্রমে জেলার সকল ইউনিটে গত ১৩ ফেব্রুয়ারি হতে শুরু হওয়া ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাদক বিরোধী অভিযান চলবে।
Leave a Reply