অনলাইন ডেস্ক:
কুমিল্লাবাসীর বহুল প্রতিক্ষিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি পুরোপুরি প্রস্তুত। কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ কর ভবনের বিপরীতে গাঙচিল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত।
১২ জানুয়ারী উদ্বোধনের ঘোষণা থাকলেও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে ভিসা সেন্টারের কাযক্রম বন্ধ ছিল। সিকিউরিটি গার্ড সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি সকাল থেকে কার্যক্রম চালু হবে। ভিসা সেন্টারটিতে রয়েছে ৩ টি কাউন্টার, রয়েছে বসার জন্য সুববস্থা। কুমিল্লা ও পাশ্ববর্তী এলাকার জনগনের ভারতীয় ভিসা চাহিদা পূরণ ও ভিসাপ্রাপ্তি সহজতর করার লক্ষ্যে ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে।
সম্প্রতি ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রান্তিক ও দূরবর্তী এলাকাসমূহে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা চাহিদা পূরণ ও ভিসা পাওয়া আরো সহজ করার লক্ষ্যে এসব ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অংশে নয়টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু রয়েছে। এই ছয়টি নতুন ভিসা আবেদন কেন্দ্রসহ এর সংখ্যা দাঁড়াবে ১৫টিতে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৬ জানুয়ারি থেকে ঠাকুরগাঁও ও বগুড়াতে এবং ১২ জানুয়ারি থেকে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় ছয়টি নতুন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হবে। বাংলাদেশজুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু এবং প্রদত্ত সুযোগ-সুবিধাসমূহ, ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সুদৃঢ় করতে এবং ভারত ও বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক শক্তিশালী করতে ভারতীয় হাইকমিশনের অব্যাহত প্রচেষ্টারই প্রতিফলন। যাতে সহযোগিতা করছে ভারতীয় স্টেট ব্যাংক।
Leave a Reply