স্টাফ রিপোর্টার।।
বর্ণিল আয়োজনে প্রশিক্ষিত যুব ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি পালিত হয়েছে। বুধবার (৪ মার্চ) কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টের মিলনায়তনে এ আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সচিব আবু নেছার উদ্দিন ও অাশরাফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক প্রযেষ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ডেভেলাপমেন্ট অফিসার মোতাহের রহমান, আদর্শ সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আলম খান।
ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সহ-সভাপতি আবু নেছার উদ্দিন, সহ-সভাপতি
নাজমা আক্তার, সাধারণ সম্পাদক মো. আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হক সজিব, সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির মজুমদার, অর্থ সম্পাদক ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর আহম্মেদ, কুমিল্লা জেলা যুব উন্নয়ন পুরষ্কার প্রাপ্ত নারী উদ্যোক্ততা রোকেয়া বেগমসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রশিক্ষিত যুব ফাউন্ডেশন সংগঠন খুবই সক্রিয়। এর পেছনের মূল কারণ হলো এখানে সবাই প্রশিক্ষিত। যে কোন প্রয়োজনে সংগঠনের পাশে থাকবে যুব উন্নয়ন অধিদপ্তর। বর্তমান সরকার যুব বান্ধব। তাদের আগ্রহী করতে প্রতি বছর পুরষ্কারের ব্যবস্থা করে যাচ্ছে।
Leave a Reply