অনলাইন ডেস্ক:
কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িচাপায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে।সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম আক্তার হোসন। সে হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকায় ট্রাক- কাভার্ডভ্যান সংঘর্ষে বিকল হলে হাইওয়ে পুলিশ র্যাকার নিয়ে উদ্ধারকালে পেছন দিক থেকে পুলিশের পিকআপ ভ্যানকে ধাক্কা দেয় আরেক কাভার্ডভ্যান সংঘর্ষে গাড়ীর হেলপার সুমন,চৌদ্দগ্রাম মিয়ারবাজার হাইওয়ে ফাড়িঁর এএসআই আকতার হোসেনসহ নিহত হয় তিনজন ।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অনলাইন ডেস্ক:
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মুসা কলিমুল্লাহ (৫৫) নিহত হয়েছেন। নিহতের বাড়ি জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পোম্বাইশ গ্রামে।
রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসা কলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুসা কলিমুল্লাহ তার কর্মস্থল ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় ঢাকামুখি বাসে ওঠার জন্য রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
হাইওয়ে পুলিশের সার্জন সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে দুপুরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি আটকের জন্য চেষ্টা চলছে।
Leave a Reply