নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় পাসপোর্ট অফিসে তিন সেবাগ্রহীতাকে মারধর করার অভিযোগ উঠেছে পাসপোর্ট অফিসের উপ-পরিচালক(ডিডি) নুরুল হুদার বিরুদ্ধে। এ সময় সংবাদ সংগ্রহে গেলে দৈনিক বাংলাদেশ সমাচার রিপোর্টার মোঃ সাফি ও রিপোর্টার্স ইউনিটির সদস্য ম্যাক নিউজের রাকিবুল রানাকে লাঞ্ছিত করা হয়। ভিডিও ধারণের সময় মোবাইল ছিনিয়ে নেয়। এমন একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
সোমবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিদর্শক (তদন্ত ) কমল কৃষ্ণ ধর। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। সেবাগ্রহীতাদের মারধরের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সাংবাদিক লাঞ্ছিত হওয়ার বিষয়টি ভুল বুঝাবুঝি থেকে হয়েছে বলে দাবি করে উপ-পরিচালক নুরুল হুদা।
মারধরের শিকার হোমনা উপজেলা সাকিব হোসেন বলেন, আমি পার্সপোর্ট করতে এসেছি। রোজা রেখে দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকতে না পেরে একটা চেয়ারে বসি। আমার সাথে আরও তিনজন বসে। এ সময় পাসপোর্ট অফিসের ডিডি মোঃ নুরুল হুদা এসেই প্লাস্টিকের চেয়ার দিয়ে আমাদের পেটাতে থাকেন। চেয়ার ভেঙ্গে গেলে চড় থাপ্পড় দেন।
দৈনিক বাংলাদেশ সমাচার রিপোর্টার মোঃ সাফি বলেন, আমি আমার পাসপোর্টের বিষয়ে পাসপোর্ট অফিসে যাই। ওই সময় দেখি পাসপোর্ট অফিসের ডিডি আমার কিছুটা সামনে তিন চারজন সেবাগ্রহীতাকে চেয়ার দিয়ে পেটাচ্ছে। ঘটনার বিষয়ে পাসপোর্টের ডিডির কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে আমার মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং পুলিশ ও আনসার দিয়ে হেনস্তা করেছে। ৩ ঘন্টা পর পুলিশের উধ্বতর্ন কর্মকর্তা মোবাইল উদ্ধার করে দেন।
কুমিল্লা আঞ্চলিক পার্সপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ নুরুল হুদা জানান, আমি কাউকে মারধর করেনি। সিসিফুটেজ দেখাতে চাইলে এই কর্মকর্তা রাঙানিত হয়ে বলেন, আমি কারো কাছে বক্তব্য দিতে বাধ্য নই।
ভিডিও লিংক: https://fb.watch/ct3w2aZK7_/
Leave a Reply