মাহফুজ নান্টু,কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় পত্রিকারী বিলিকারী হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের আউটডোরে সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহা উদ্দিন বাহারের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
সরেজমিনে বেলা আড়াইটায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, সামাজিক দূরত্ব নিশ্চিত করে দাড়িয়ে আছেন হকাররা। তাদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা।
খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম তদারকিকালে কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস জানান, করোনা সংক্রমনের শুরু থেকে কুমিল্লা গণমানুষের নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ আ.ক.ম বাহাউদ্দিন বাহার ধৈয্যসহকারে কুমিল্লার বিভিন্ন পেশা শ্রেনীর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছেন। তারই ধারাবাহিকতায় আজ কুমিল্লা শহর এবং শহরের বাইরে পত্রিকা বিলিকারী ৯৩ জন হকারদের মাঝে খাবার সামগ্রী বিতরন করেছেন। তার আগে ঋষি-জেলে,ফেরীওয়ালাসহ,স্বর্ণ দোকানের কারিগরসহ প্রায় সব নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা সংবাদপত্র হকার কল্যান সমিতির সভাপতি মোঃআনোয়ার হোসেন এবং সাধারন সম্পাদক আবু সাঈদ চৌধুরীসহ সমিতির অন্যান্য সদস্যরা।
Leave a Reply