অনলাইন ডেস্ক:
কুমিল্লার চৌদ্দগ্রামে ইটভাটার মেসের ওপর কয়লাবাহী ট্রাক উল্টে নিহত ১৩ শ্রমিকের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ সহায়তা দেবে জেলা প্রশাসন। এছাড়া আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হবে।
শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে দুর্ঘটনার পর উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ঘটনাস্থল পরিদর্শনে করেছেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। এসময় তিনি বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে আর্থিক সহায়তা ছাড়াও মরদেহ তাদের গ্রামের বাড়িতে নেওয়ার পরিবহন খরচও আমরা (জেলা প্রশাসন) বহন করবো। এ ঘটনা একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নিহত হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার বিপ্লব (১৯), মনোরঞ্জন চন্দ্র রায় (১৯), শঙ্কর জন্দ্র রায় (২২), দিপু চন্দ্র রায় (১৯), অমৃত চন্দ্র রায় (২০), মৃণাল চন্দ্র রায় (২১), বিকাশ চন্দ্র রায় (২৮), রঞ্জিত চন্দ্র রায় (৩০), কনক চন্দ্র রায় (৩৫), তরুণ চন্দ্র রায় (২৫), মো. সেলিম (২৮), মো. মোরসালিন (১৮), মাসুম (১৮)। এরা সবাই স্থানীয় কাজী অ্যান্ড কোং নামে একটি ইট ভাটার শ্রমিক বলে জানা গেছে।
চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইনজামামুল হক জানান, নারায়ণপুর গ্রামের ওই ইটভাটায় কয়লাবাহী একটি ট্রাক আনলোড করার সময় উল্টে গিয়ে শ্রমিকদের ঘরের উপর পড়ে। এতে ঘুমে থাকা শ্রমিকদের ১২ জন ঘটনাস্থলে মারা যান। আহতাবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply