নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ নির্বাচনে দুলালপুর কেন্দ্রের সামনে সন্ত্রসীদের হামলায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছে ও গাড়ি, ক্যামেরা ভাংচুরের ঘটনা ঘটেছে।
আহতরা হলেন কুমিল্লা ফটোসাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, অননিউজ২৪ এর নিউজ অব হেড জহিরুল হক বাবু, কুমিল্লা২৪ টিভির ক্যামেরা পার্সন পিয়াস, মাইটিভির ক্যামেরা পার্সন বাপ্পিসহ কয়েক সাংবাদিক আহত হয়। এসময় কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জহিরুল হক বাবু বলেন, কেন্দ্রের সামনে সামনে সাংবাদিকের উপস্থিতি দেখে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল ভাংচুর করা হয়।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।
Leave a Reply