অনলাইন ডেস্ক:
ধান চিড়ানো নিয়ে কথা কাটাকাটির জের ধরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নাতির লাঠির আঘাতে দাদা সাবেক ইউপি সদস্য আব্দুল রব মিয়ার (৭২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাতি হাবিবুর রহমানকে (২৩) আটক করেছে থানা পুলিশ।বুধবার (১৬ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার মালাপাড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের গনি ভূইয়ার বাড়ি সংলগ্ন রাইস মিলের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত আব্দুল রব মিয়া মালাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। আটক হওয়া হাবিবুর রহমান একই বাড়ির মৃত.হুমায়ন কবিরের ছেলে। নিহত আব্দুল রব মিয়া ও ঘাতক হাবিবুর রহমান সর্ম্পকে দাদা-নাতি হন।
স্থানীয় সূত্র জানান, রাইস মিলে ধান চিড়ানো নিয়ে কথাকাটাকাটির জের ধরে নাতি হাবিবুর রহমান লাঠি দিয়ে দাদা আব্দুল রব মিয়াকে আঘাত করে। স্থানীয়রা আহত রব মিয়াকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাবিবুর রহমানকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply