রবিউল হোসেন।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল বলেছেন, কতিপয় অর্থলোভী ডাক্তার ও প্রাইভেট হাসপাতালগুলোতে নরমাল ডেলিভারি করাতে চান না। কুমিল্লায় নরমাল ডেলিভারির বিপ্লব ঘটাতে হবে। বর্তমান সরকার স্বাস্থ্য সেবা প্রান্তিক জনগনের নিকট পৌছে দেওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সারাদেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে। কমিউনিটি ক্লিনিকেগুলোতে সরকার বিনামূলে স্বাস্থ্য সেবা প্রদান করছেন।
সোমবার (২৬আগষ্ট) আদর্শ সদর উপজেলা কর্তৃক কুমিল্লা সদর হাসপাতালে আয়োজিত ‘নিরাপদ মাতৃত্ব ও নবাগত শিশুর অত্যাবর্শকী স্বাস্থ্যসেবা বিষয়ক’ ৫দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সকল ষড়যন্ত্র উৎখাত করে বাংলাদেশ এগিয়ে যাবে। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে কোন আপোষ করে নাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও কোন ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ করবেনা। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। এতে ইর্ষান্বিত হয়ে দেশীয় ও আন্তজাতিক ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র করে বাংলাদেশের অগ্রযাত্রাকে দমানো যাবে না।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিমা আক্তার’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলার ভাইস চেয়ারম্যান মো.তারিকুর রহমান জুয়েল, জাইকার প্রকল্প কর্মকর্তা রিপন আচার্য, মেডিকেল অফিসার ডা.তানজিমা ফেরদৌস, তানিয়া বিনতে হোসাইন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও কো-অডিনেটর জীবন কৃষœ চক্রবর্তী।
Leave a Reply