(অমিত মজুমদার, কুমিল্লা)
গত ২৪ ঘন্টায় কুমিল্লায় নতুন করে আক্রান্ত হয়েছে ১১৬ জন ।ব্রাহ্মণপাড়া একজন এবং দেবিদ্বারের একজন মৃত্যু হয়েছে ।
নতুন আক্রান্ত উপজেলায় মধ্যে সিটিতে২২ জন, চৌদ্দগ্রাম ২২, ২,দাউদকান্দিতে ১১, লাকসাম- ১৪, চান্দিনা- ৫, হোমনায় ২ দেবিদ্বার- ১৩, বুড়িচং- ৯. বরুড়া- ৩. সদর দক্ষিণ- ৬,ব্রাহ্মণপাড়া- ৩,মেঘনা- ৩,মুরাদনগর- ২,লালমাই- আজকে সুস্থ দেবিদ্বারের ১০জন ।এই নিয়ে কুমিল্লা সর্বমোট আক্রান্ত ১ হাজার ৩শ ৯০ সর্বমোট সুস্থ: ১ শ ৯৪ সর্বমোটনমুনা_প্রেরণ: ১১ হাজার ৪শ ৯৯, সর্বমোট ফলফল এসেছে : ১০ হাজার১০টি , সর্বমোট মৃত্যু হয়েছে ৪০
আমরা চেষ্টা করছি নতুন আক্রান্ত উপজেলা গুলো বিস্তারিত তথ্য দেয়ার জন্য । কিছু তথ্য এখনও সংগ্রহ হয়নি ।
কুমিল্লা সিটি ২২ জনের মধ্যে
মুরাদপুরের একজন, জেলা প্রশাসক অফিসের ৩ জন, মোগলটুলির একজন, দ্বিতীয় মুরাদপুরের একজন ,শাকতলার একজন, বারপাড়ার একজন, বাগিচাগাঁয়ের একজন । অন্যান্য গুলো এখনও জানাযায়নি।
বুড়িচং ৯ জন মধ্যে
বাকশীমূল একজন ,বারেশ্বরের একজন ,জগতপুরের দুইজন , শিবরামপুরের একজন ,ময়নামতি গোস নগরের একজন , বুড়িচং সদরের দুইজন ,ময়নামতির একজন। এই পর্যন্ত সংখ্যা বেড়ে ৯৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং সুস্থ ১৯জন।
ব্রাহ্মণপাড়া নতুন ৩ জন, মৃত্যু হয়েছে নাগাইশ গ্রামের আনোয়ারা বেগমে। তার ছেলে ১২ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
রামনগরের একজন এবং পূর্ব চন্ডীপুর দুজন আক্রান্ত !
দেবিদ্বারের (১৩) জন, মৃত্যু১ , সুস্থ ১০ জন । নতুন মারা যাওয়া বিজলীপাঞ্জার মনিরুল হক । তার বয়স ছিল ৮০ নতুন আক্রান্তের মধ্যে মোহনা আবাসিক এলাকা ১ জন, ছোট্ট আলমপুর ২, বড় আলমপুর ১ জন, জয়পুর ২ জন, রামপুর ১ জন, বাঙ্গুরী ১ জন, জাফরগঞ্জ ১ জন, খিরাইকান্দি ১ জন, নবীয়াবাদ ১ জন এবং, দেবিদ্বার ভূমি অফিসে কর্মরত ১ জন । যার বাড়ি ব্রাম্মনপাড়া উপজেলায়।দেবিদ্বারে মোট আক্রান্ত ১৮৭ জন, মৃত্যুবরণ করেছেন ১৩ জনসুস্থ হয়েছেন ৮৩ জন
চৌদ্দগ্রাম আজ ২২ জন নতুন আক্রান্তরা হলো : পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, পৌর এলাকার ২ জন, রামরায় গ্রামের ১ জন, চাঁন্দিশকরার ২ ফালগুনকরার ৬ জন, শ্রীপুর গ্রামের ২ জন, পশ্চিম ধনমুড়ির ১ জন, পাশাকোটের ৩ জন, জগন্নাথের ১ জন, পশ্চিম ডেকরার ৩ জন। চৌদ্দগ্রামে মোট আক্রান্ত ৯৭ জন। সুস্থ্য ২ জন। মৃত্যু ১ জনের।
লাকসাম উপজেলায় আজ নতুন করে ১৪ জন সহ উপজেলায় মোট আক্রান্ত ১০১জন । নতুন আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালের ১জন ডাক্তার, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ১জন, পশ্চিমগাঁও এলাকার ৩জন, পূর্ব লাকসামের ১জন, মোহাম্মদপুরের ২জন, গাজিমুড়ার ১জন, চাঁনগাঁওয়ের ১জন, পাইকপাড়ার ৩জন, হামিরাবাগের ১জন। এই উপজেলায় সুস্থ সুস্থ ১৫ জন
আজ দাউদকান্দি পৌরসভায় ১০ এবং জিংলাতলীতে ১জনসহ নতুন ১১ করোনায় আক্রান্ত।
চান্দিনায় আজ ৫ জনের নতুন পজিটিভ শনাক্ত হয়েছে।হারং-১ ,স্বাস্থ্য কমপ্লেক্স -১ মোকামবাড়ি-১, সাহাপাড়া-১, ফতেহপুর -১ এই উপজেলায়মোট শনাক্ত ১২০ হন, মৃত্যু:৭, সুস্থ:১৮।
হোমনা পৌরসভা কান্দাপাড়ায় ২ জন আক্রান্ত ।
বরুড়া ৬ মাসের নাতিসহ স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের স্টাফ আব্দুল মালেক পরিবারের ৪ জন আক্রান্ত হয়েছে।মোট সুস্থ ১০ জন মোট সনাক্ত ২৯ জন
লালমাই বেলঘর দক্ষিণ ইউনিয়নের ৬ ওয়ার্ডের সোন্ডা গ্রামের ৮০ বছর বয়সের মঞ্জুমা বেগম করোনার উপর্সগ নিয়ে মারা গেলে আজকে ওনার রিপোর্ট পজেটিভ আসে।এই উপজেলার মোট আক্রান্ত ১১, সুস্থ ৩, মৃত্যু ২
মুরাদনগরে নতুন ২জন আক্রান্ত: তারা হলেন পরম তলা একজন, হাসপাতাল একজনে স্টাফ দ্বিতীয় বার পজেটিভ এসছে । যা ভুলে ধরা হয়েছে। এই উপজেলায় মোট ১৬০ জন করোনা রোগী শনাক্ত মোট ৭জন মৃত্যু হয়েছে । সুস্থ হয়েছে মোট ১৮জন
সদর দক্ষিণে নতুন করে ৬ জন আক্রান্ত ।সুয়াগাজী সুবর্নপুর স্বামী স্ত্রী দুইজন, উপজেলার কর্মচারী একজন , স্বাস্থ্য কমেপ্লেক্সের আয়া, উপজেলা রোডে এলাকায় ১ , পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা ১জন, মোট আক্রান্ত ৩১, সুস্থ্য ৩।
মেঘনায় মানিকারচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার জহিরুল হক দিপু এবং রঘুনাথপুর গ্রামের ফৌজিয়া আক্তার ও শিরিনা আক্তার। স্বাস্থবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলুন । জাগো কুমিল্লার সাথে থাকুন।
Leave a Reply