অনলাইন ডেস্ক:
কুমিল্লায় করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষামূলক সামগ্রীগুলোতে নকলে সয়লাব। নকল মাস্কের পাশাপাশি আইসোপ্রোপাইল এলকোহল ছাড়া শুধু পানি ও রঙ মিশিয়ে বানানো নকল হ্যান্ড সেনিটাইজার। এসব নকল পন্য কিনে সাধারণ মানুষ প্রতারণার পাশাপাশি তারা করোনা আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকছে বেশি।
গত দুই দিনে ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে কুমিল্লা জেলা প্রশাসন।
শুক্রবার কুমিল্লা শহরের রেসকোর্স ও শাসনগাছা এলাকায় ২টি প্রতিষ্ঠানে নকল মাস্ক, স্যানিটাজার বিক্রির দায়ে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা। ভূইয়া ফার্মেসী প্রতিষ্ঠান কে ৩ হাজার এবং মা সার্জিক্যাল প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা করেন।এছাড়াও সকল কে মাস্ক পরিধান করার জন্য এবং স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়।
গতকাল কুমিল্লার আলেখারচর এলাকায় মেডিসিন কমপ্লেক্সে নিম্নমানের মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার অবাধে বিক্রি হচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যেমে অভিযান পরিচালনা করে ৫টি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
গুণগত মানসম্পন্ন নয় এমন মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার বিক্রি করায় এ সময় মুন সার্জিক্যালকে ও হাসান মেডিকেলকে ৫ হাজার টাকা এবং আরও ৩টি দোকানকে ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়
Leave a Reply