অনলাইন ডেস্ক:
মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লার সরকারি শিশু পরিবারের সদস্যদের অংশগ্রহনে হামদ-নাত প্রতিযোগিতা- ২০১৯ ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে নগরীর সংরাইশ সরকারি শিশু পরিবারে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূইয়া।
দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সামাজিক সংগঠন জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা, আদর্শ সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের অধ্যক্ষ ড. এমদাদুল হক, ধনুয়া কলেজের অধ্যক্ষ শামিম হায়দার, কুমিল্লা ক্যাবল টিভির পরিচালক মাহফুজুর রহমান বাবুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি।আমন্ত্রিত অতিথি ছিলেন, আদর্শ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফ উদ্দিন, সমবায় কর্মকতা আজিজুল হক, মনোহরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য মোহাম্মদ ইকরামুল হক, মহানগর আওয়ামীলীগ নেতা হাজী আমির হোসেন, বন্ধু আড্ডা- ৯২ এর সদস্য ওয়াসিম উদ্দিন জাকির, ফয়সাল বারী মুকুল, আবু সাঈদ মুকিত, কাজী শামিম, ইকবাল হোসেন।
এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ এর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, একুশে টিভির হুমায়ুন কবির রনি, আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, দেশ টিভির ফিরোজ মিয়া, ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, সাংবাদিক জুনায়েদ শিকদার তপু, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, যমুনা টিভির স্টাফ রিপোর্টার খালেদ সাইফুল্লাহ, মাছরাঙ্গা টিভির জাহাঙ্গীর আলম ইমরুল,
সময় টিভির বাহার রায়হান, বাংলা টিভির আরিফুর রহমান মজুমদার, এটিএন নিউজের রফিকুল ইসলাম চৌধুরী খোকন, চ্যানেল টুয়েন্টিফোরের জাহিদুর রহমান, মাইটিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি জসিম উদ্দিন, রূপসী বাংলার এম এইচ মনির, বিজয় টিভির হুমায়ুন কবির মানিক, দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার আশিকুর রহমান আশিক, সমাজকর্মী রেজবাউল হক রানা, যুবলীগ নেতা মোঃ রাজির, কুমিল্লা ট্রাভেল এন্ড ট্যুরস্ এর পরিচালক শামস্ তাবরীজ, জয়যাত্রা টিভির সাইফুল ইসলাম সুমন, রহমত খন্দকার পলাশ, ফয়সাল আহাম্মদ, খোরশেদ, শিমুল, পিয়াসসহ জাগ্রত মানবিকতা ও শিশু পরিবারের সদস্যবৃন্দ।
বিটিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন, মোহনা টিভির কুমিল্লা প্রতিনিধি এম এ বাশার খান, বন্ধু আড্ডা- ৯২ এর সদস্য ডা. মাহাবুবুল ইসলাম খন্দকারের পিতা মফিজুল ইসলাম ও মাতা মনোয়ারা সুলতানা, আশিকুর রহমান সুজনের পিতা একেএম মহিউদ্দিনের রোগ মুক্তি ও কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সুস্থ্যতা কামনায় মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ কবির হোসেন।
অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিশু পরিবারের সদস্যদের সাথে ইফতারে অংশ গ্রহন করেন।
Leave a Reply