( জাগো কুমিল্লা.কম)
এপেক্স ক্লাব অব কুমিল্লার পক্ষ থেকে শনিবার বিকালে কুমিল্লা নগরীর গর্জনখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭৫জন দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এপেক্স ক্লাব অব কুমিল্লার সভাপতি এপে.সাংবাদিক শাহাজাদা এমরানের সভাপতিত্বে ও সার্ভিস ডিরেক্টর এড.এপে.মাহবুবুর রহমানের পরিচালনায় শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের পিএনপি এলজি এপে.এড. সালাউদ্দিন মাহমুদ, পিএনপি এড.সৈয়দ নুরুর রহমান,পিএনএসডিও পিডিজি-৮ ডা. নিলুফা পারভীন, কুমিল্লা গর্জনখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম
প্রধান শিক্ষক শাহানারা বেগম, এপেক্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি এপে.মাহমুদুল হক পাশা,এপে.এড. খোরশেদ আলম,এপে.মিজানুর রহমান, বর্তমান জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে.শাহরিয়ার জামান, সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর এপে.এড.মোহাম্মদ আলী টিপু, সার্জেন্ট এট আর্মস এপে.জসিম উদ্দিন, কুমিল্লা গর্জনখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা বেগম, জোসনা আক্তার,ফিরোজা আক্তার, তামান্না ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, এপেক্স ক্লাব অব কুমিল্লার পক্ষ থেকে নগরীর অবহেলিত এই স্কুলটিতে গেলবারও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply