অনলাইন ডেস্ক:
কুমিল্লায় ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম গাফ্ফার হোসেন রাজু (১৪)। মঙ্গলবার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরায় এ দুর্ঘটনা ঘটে।নিহত স্কুল ছাত্র গাফফার দেবীদ্বার পৌর এলাকা বারেরা গ্রামের বাসিন্দা ও প্রবাসী মো. গিয়াস উদ্দিনের ছেলে। তার পিতার স্থায়ী বাড়ি উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বরকান্দা ভূইয়া বাড়ি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র গাফফার হোসেন রাজু তার ছোট ভাই ও বারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র বায়েজিদকে ভাত দিয়ে বাসায় ফিরছিল।
এ সময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর সভার বারেরা এলাকায় কে.এস.আর.এম রড কোম্পানির চট্ট-মেট্রো- ট ১১-১৫১৬ নং একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুল ছাত্রকে ধাক্কা দিয়ে পাশের একটি দোকানে উঠে যায়।স্থানীয়রা গুরতর আহত গাফ্ফারকে উদ্ধার করে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিকালে তার মৃত্যু হয়। পুলিশ বিকালে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে এবং ট্রাক ও ট্রাকের হেলাপার আরিফুল হককে আটক করেছে।
দেবীদ্বার থানার পরিদর্শক তদন্ত জানান, মঙ্গলবার দুপুর ২টায় সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় রাজু নামে এক কিশোর নিহত হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাক এবং চালককে আটক করা হয়েছে।
Leave a Reply