সদর দক্ষিণ প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লা সদর দক্ষিণে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা নগরীর চৌয়ারা-চকবাজার রোডের গোয়ালমথন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ তিনজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতদের মধ্যে দুজনই নারী। তারা হলেন সদর দক্ষিণ উপজেলার কমলপুরের এলাকার বিল্লালের স্ত্রী তাসলিমা আক্তার (২৫) ও চৌদ্দগ্রাম উপজেলার শাহপুর এলাকার শাহিনুল ইসলামের স্ত্রী মমতা আক্তার (২২)।
বিষয়টি নিশ্চিত করেছে সদর দক্ষিণ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল সিফাত । তিনি জানান, একটি দ্রুত গতির ড্রাম ট্রাক অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে এ ঘটনা ঘটে । এসময় ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী তাসলিমা ও মমতা নামে দুই নারী নিহত হয়। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। ড্রাম ট্রাকটি আমাদের নজরদারিতে রয়েছে। দ্রুত সময়ে মধ্যে জব্দ করে থানায় নিয়ে আসা হবে।
Leave a Reply