নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা মুরাদনগরে কাল বৈশাখী ঝড়ে সিএনজি চালিত অটোরিকশার উপর গাছ পড়ে শিশু মিয়া ( ৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকাল ৮ টায় মুরাদনগর বাঙ্গরাবাজার থানার শলফা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মিয়া বাঙ্গরা থানা এলাকার ঘোষঘর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশের উপ পরিদর্শক রনি চৌধুরি।
তিনি জানান, সকালে হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হলে চলন্ত অটোরিকশার উপর গাছ পড়ে। এ সময় চালকসহ ৫ জন আহত হয়। হাসপাতালে নেয়ার পথে বৃদ্ধ শিশু মিয়া মারা যান। আহতদের মধ্যে তার নাতী শিশু হোসাইনসহ আরও ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গাছটি সড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে।
এদিকে কুমিল্লা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া জানান, বুধবার সকালে কুমিল্লায় কালবৈশাখীর ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘন্টায় ৬০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। রাত ৩ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩০ মিলিমিটার। আরও ঝড় – বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply