নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় ফেসবুক ম্যাসেঞ্জার থেকে রিমুভ করায় জিলা স্কুলের ১০ ম শ্রেনীর ছাত্র নওশাদ কবির নাহিদের (১৫) হাত পায়ের রগ কাটার অভিযোগে উঠেছে। এ ঘটনায় কিশোর গ্যাং ৪ সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে কোতয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।
শুক্রবার রাতে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে আহত নাহিদের বাবা বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার বাদী হয়ে ৭ জনসহ ৮ জন অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
পরবর্তীতে শুক্রবার ও শনিবার থানা পুলিশ টানা অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করে।
মামলার বিবরনীতে জানা যায়, কুমিল্লা জিলা স্কুলের ১০ম শ্রেণির ছাত্র নওশাদ কবির মজুমদার নাহিদ তার স্কুল বন্ধুদের নিয়ে ম্যাসেঞ্জার গ্রুপ খুলে। নগরীর ‘আরজিএস’ নামের একটি কিশোর গ্যাং সদস্য জাহিদ খান অন্য স্কুলের হওয়ায় তাকে ম্যাসেঞ্জার থেকে রিমুভ করে। এ ঘটনায় কয়েক দিন আগে তাদের সাথে বন্ধুদের তর্ক বিতর্ক হয়। শুক্রবার এ ঘটনায় জের ধরে নাহিদের পথ রোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হাত পায়ের রগ কেটে দেয়।
এই বিষয়ে আহত নাহিদের বাবা বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার জানান, ধর্মপুর এলাকার বাসিন্দা নরুর রহমান খানের ছেলে জাহিদ খানের নেতৃত্বে ১০-১৫ সদস্যের কিশোর গ্যাং আমার ছেলের উপর হামলা করেছে। সে বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
কোতয়ালী মডেল থানার এএসআই হান্নান আল মামুন জানান, তিনি ও তার সহকর্মী এএসআই রুবেল মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাহিদ খানসহ এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করেছি। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply