( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লার লাকসামে জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে ১০ জনকে আহত করাসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। শুক্রবার (৫ অক্টোবর) লাকসাম রেলওয়ে জংশন এলাকায় এই ঘটনা ঘটে।
লাকসাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাসেম ভূঁইয়া বলেন, ‘জাতীয় পার্টির এটিএম আলমগীর কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মহাজোটের মনোনয়ন প্রত্যাশী। শুক্রবার লাকসাম উপজেলা জাতীয় পার্টি এজন্য তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করে। এছাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভাও ছিল তার। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার দুপুরে এটিএম আলমগীর ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে এসে লাকসাম জংশন স্টেশনে নামার কথা। নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে সকাল থেকেই স্টেশনে আসতে শুরু করে। এ খবর পেয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক শ’ নেতাকর্মী স্টেশন এলাকায় এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপ ভাঙচুর করে তারা। এতে আমাদের ১০ জনের বেশি নেতাকর্মী আহত হয়।
এটিএম আলমগীর বলেন, ‘ওই ক্যাডাররা প্রথমে আমার নেতাকর্মীদের ওপর হামলা করে। এছাড়া আমার ওপর হামলা করাসহ আমাকে লাকসামে প্রবেশে বাধা দেওয়ার জন্য রেলওয়ে স্টেশনে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়। এ নিয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে।’
এ প্রসঙ্গে লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমার মনে হয়, তাদের এসব অভিযোগ মনগড়া।’
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে বলেন, ‘আমাকে এখনো কেউ এসব বিষয়ে জানায়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’- বাংলা ট্রিবিউন
Leave a Reply