নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় পূর্ব শত্রুতার জের ধরে আলী আকবর (৭০) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্থানীয় কসাই আলম। পালিয়ে যাওয়ার সময় তাকে উত্তেজিত জনতার গণপিটুনীতে খুনী কসাই আলম নিহত হয়। বুধবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি বালুতোপা গ্রামের মৃত চারু মিয়ার ছেলে। এদিকে ওই হত্যার পর ঘাতক কসাই আলম (৩৫) পালিয়ে যাওয়ার সময় তাকে উত্তেজিত জনতা আটক করে গণপিটুনী দিয়ে মারাত্মক আহত করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। সে একই গ্রামের হালিম মিয়ার ছেলে।
নিহত আলী আকবরের ভাগিনা ইয়াসিন জানান, তার মামা (আলী আকবর) বুধবার ইফতারের পর তার এক নিকটাত্মীয়ের জানাজা শেষে বালুতোপা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ফিরছিলেন। পথে বালুতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে পৌঁছলে কসাই আলমের সাথে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কসাই আলম এলোপাতাড়ি ছুরিকাঘাতে আলী আকবরকে মারাত্মক আহত করে।
স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। এদিকে ওই ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে কসাই আলমকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এবিষয়ে মামলা দায়ের করা হয়েছে। উভয়ের মৃতদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply