অনলাইন ডেস্ক:
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ছাত্রদল নেতা ওমর ফারুক সাকির্টের উদ্যোগে প্রায় ৩ শতাধিক অসহায় দিনমজুর কর্মহীন মানুষকে খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাসের প্রভাবে দেশের ক্রান্তি লগ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদেশর্নায় বিগত কয়েকদিন তিনি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
শনিবার বিকালে কুমিল্লার বিশ্বরোড আলেখাচর,দিঘীরপাড় এলাকার দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়। এছাড়া ৯০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিল ছাত্রদল নেতা পলাশ,মুকবুল,ওয়াসিম,রাজু,নাজমুল সহ অন্যান্যরা।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ছাত্রদল নেতা ওমর ফারুক সাকির্ট বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদেশর্নায় আমি দরিদ্র অসহায় মানুষদের পাশ দাঁড়িয়েছি। আশা করি যতদিন পর্যন্ত লকডাউন পরিস্থিতি থাকবে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply